ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা ও কংসাবতী নদী তীরবর্তী এলাকায় প্রচুর পরিমাণে শীতের সবজি চাষ হয়ে থাকে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সঠিক সময়ের কিছু পরে চাষিরা সবজি চাষ শুরু করেছে। আর এর মধ্যে মাঝে মধ্যেই ঘন কুয়াশার কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে ফুলকপি ও বাঁধাকপির।
আরও পড়ুন: শীতের ছুটিতে টুক করে ঘুরে আসতে পারেন সবুজদ্বীপে! কলকাতার খুব কাছে, খরচ নামমাত্র
advertisement
ফুলকপি চাষি অমলেন্দু মাইতি বলেন, “ঘন কুয়াশার কারণে বাঁধাকপি জমিতেই পচে যাচ্ছে। পোকাও লেগে যাচ্ছে অনেক গাছে। কুয়াশার কারণে ফুলকপিগুলি অনেক সময় তাড়াতাড়ি ফুটে যাচ্ছে। কখনও আবার সাদা রঙের পরিবর্তে সবুজ বা হালকা বেগুনি রঙের হয়ে যাচ্ছে। ফলে আমাদেরকে খুব তাড়াতাড়ি কেটে ফেলতে হচ্ছে ফুলকপিগুলিকে। যা বাজারে সঠিক দাম পাচ্ছি না। এইভাবে চলতে থাকলে একটা সময় সবজির আকাল দেখা দেবে এবং বাজারে হঠাৎ করে প্রচুর দাম বেড়ে যাবে।”
আরও পড়ুন: হাতা-খুন্তি হাতেই আসবে টাকা! জঙ্গলমহলের মহিলাদের জন্য নতুন উদ্যোগ প্রশাসনের
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একের পর এক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। চাষিদের এইভাবে ক্ষতি হতে থাকলে যার প্রভাব পড়বে সরাসরি বাজারে। সবজির দাম হঠাৎ করে আগুন ছোঁয়া হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়তে হবে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষ জনকে।
বুদ্ধদেব বেরা