স্বসহায়ক দলের মহিলারা নিজের বাড়িতে যে সমস্ত সামগ্রী তৈরি করেন সেগুলি সহজে বিক্রি করার জন্য এবং তাঁদের প্রতিভাকে সকলের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হয় মেলা। চলতি বছরে ৪ দিনের জন্য ঝাড়গ্রাম শহরের ননীবালা বয়েজ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে সৃষ্টিশ্রী মেলা। বুধবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এই মেলা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
স্বসহায়ক দলের মহিলাদের হাতের তৈরি সামগ্রী বিক্রির পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিদিন সন্ধ্যায়। মেলা উপভোগ করার জন্য ভিড় জমে বহু মানুষের। দেদার কেনাকাটা হয় মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, জেলাশাসক সুনীল আগারওয়াল, অতিরিক্ত জেলা শাসকরা, ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন,\”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মহিলাদের স্বনির্ভর করার জন্য স্বসহায়ক দল গুলির উপর বিশেষ জোর দিয়েছেন। সহজ উপায়ে তাঁদেরকে লোন প্রদান করা হচ্ছে এবং তাঁদের নিজের প্রতিভাকে আরও বৃদ্ধি করার জন্য সর্বদা উৎসাহ প্রদান করা হয়েছে। সৃষ্টিশ্রী মেলার মাধ্যমে যে সমস্ত মহিলারা বাড়িতে বিভিন্ন সামগ্রী তৈরি করে থাকে, তাঁরা এখানে সহজেই সকলের কাছে তুলে ধরতে পারবে এবং বিক্রিও করতে পারবে\”। সৃষ্টিশ্রী মেলার হাত ধরে আগামী দিনে জঙ্গলমহলের মহিলারা আরও অনুপ্রেরণা পাবে এবং স্বনির্ভরতার পাশাপাশি আর্থিক অবস্থা সচ্ছল হবে মহিলাদের।
বুদ্ধদেব বেরা