EM Bypass To Get 2 Additional Lanes: চিংড়িঘাটায় যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, তৈরি হচ্ছে নতুন রাস্তা! জানুন নয়া রুট

Last Updated:

EM Bypass To Get 2 Additional Lanes: ইএম বাইপাসে (Eastern Metropolitan Bypass) গাড়ি চালকরা চিংড়িঘাটা নামটা শুনলেই আতঁকে উঠে। চোখে মুখে ফুটে ওঠে বিরক্তির এক ছাপ। সেই বিরক্তির কারণই হল ট্রাফিক যানজট। প্রতিদিন সেখানে যে পরিমাণ যানজট হয়, তা কালঘাম ছুটিয়ে দেয় নিত‍্যযত্রীদের৷ এবার সেই যন্ত্রণার থেকে মুক্তি মিলতে চলেছে বঙ্গবাসীর।

 চিংড়িঘাটায় যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ
চিংড়িঘাটায় যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ
কলকাতাঃ ইএম বাইপাসে (Eastern Metropolitan Bypass) গাড়ি চালকরা চিংড়িঘাটা নামটা শুনলেই আতঁকে উঠে। চোখে মুখে ফুটে ওঠে বিরক্তির এক ছাপ। সেই বিরক্তির কারণই হল ট্রাফিক যানজট। প্রতিদিন সেখানে যে পরিমাণ যানজট হয়, তা কালঘাম ছুটিয়ে দেয় নিত‍্যযত্রীদের৷ এবার সেই যন্ত্রণার থেকে মুক্তি মিলতে চলেছে বঙ্গবাসীর। কারণ এবার, চিংড়িঘাটা লাগোয়া এলাকায় ইএম বাইপাস আরও চওড়া করার কাজ শুরু হচ্ছে বলেই সূত্রের খবর।
নিত্যদিন বাইপাসের চিংড়িঘাটা মোড়ে যানজটের দুর্ভোগ পোহাতে হয় সকলকে। বিশেষ করে নিকোপার্ক থেকে এসে ইএম বাইপাস ধরে যে সমস্ত গাড়ি বা বাস রুবির দিকে যায়, তাদের রোজ ওই সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। তাই ওই জায়গা থেকে রুবির দিকে যাওয়ার বেশ খানিকটা রাস্তা চওড়া করা হল। রেল বিকাশ নিগম সংস্থা অর্থাৎ RVNL চিংড়িঘাটার ক্রসিংয়ের চারপাশে একটি নতুন দুই লেনের রাস্তা তৈরির কাজ শেষ করেছে। সূত্রের খবর, প্রায় ২৯ কিমি ইএম বাইপাসের ব্যস্ততম সংযোগস্থলে ট্রাফিক ব্লক বা যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনার জন্য এবার ৫৫০ মিটার দীর্ঘ এবং ৮.৫ মিটার চওড়া রাস্তা নির্মাণ করা হয়েছে।
advertisement
advertisement
রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL সূত্রের খবর, নির্মিত নতুন রাস্তাটি শুরু হয়েছে মেট্রোপলিটন ক্রসিংয়ের থেকে। আর এই রুটটি শেষ হচ্ছে ক্যাপ্টেন ভেরি হয়ে চিংড়িঘাটা ক্রসিংয়ে। বেশিরভাগ রাস্তা ধাপা লক পাম্পিং স্টেশনের মধ্য দিয়ে গিয়েছে। আর রুটটি পাঁচটি মেট্রো পিলার ৩১৩, ৩১৪, ৩১৫, ৩১৬ এবং ৩১৭ এ দাঁড়িয়ে আছে। এছাড়াও RVNL এই নয়া রুট প্রসঙ্গে জানিয়েছে যে এটি একটি ৬০০ মিমি পুরু স্ল্যাব এবং কালভার্ট সহ একটি শক্তিশালী রাস্তা যে দুটি পুরানো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নর্দমা লাইনকে আবৃত করার জন্য নির্মিত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সহজ ৫ কাজেই বাজিমাত! হাই ব্লাডপ্রেশার ম্যাজিকের মত কমবে, উচ্চ রক্তচাপ পালাবে বলে বলে
তবে, জানা গিয়েছে রুটটি যখন ৩১৮ এবং ৩১৯ এর মধ্যে চিংড়িঘাটা ক্রসিংয়ের উপর দিয়ে চালু করা হবে, তখন নতুন গড়িয়া-গামী রুটটি বন্ধ হয়ে যাবে। আর তখন গড়িয়াগামী যানবাহনগুলি মূলত বিধাননগর-গামী রুট দিয়ে চলাচল করবে। সেক্ষেত্রে গাড়ি অনুমতি ছাড়া নতুন রাস্তা ব্যবহার করতে পারবে। তবে RVNL-এর প্রাথমিক পরিকল্পনা ছিল ট্রাফিক ডাইভার্ট করার জন্য একটি অস্থায়ী ক্যারেজওয়ে তৈরি করা। এবং মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটা ক্রসিংয়ের একটি অংশকে ঘিরে রাখা।কিন্তু রাজ্য সরকার চায় না যে গার্ডার-লঞ্চিং কাজ শেষ হওয়ার পরেও রাস্তাটি ভেঙে ফেলা হোক। আসলে এটি ভারী যানবাহনের প্রবাহের সময় এটি গাড়ির বাম দিকে ঘুরতে এবং চিংড়িঘাটা ক্রসিং পর্যন্ত পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
EM Bypass To Get 2 Additional Lanes: চিংড়িঘাটায় যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, তৈরি হচ্ছে নতুন রাস্তা! জানুন নয়া রুট
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement