পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বছর অভিযুক্ত ওই যুবক নয়াগ্রাম থানার বিভিন্ন গ্রামের মানুষজনকে নিয়ে গিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দিতেন। পরে সেই অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করতেন অভিযুক্ত বিজয় মাহাত।এখনো প্রর্যন্ত প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন সেই ব্যক্তি। এর পরে ওই গ্রাহকেরা বিষয়টি জানার পর নয়াগ্রাম থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ তদন্তে নামলে ধৃত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। শুক্রবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বড়শোল গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার করেন বিজয় মাহাতকে।
advertisement
আরও পড়ুনঃ আচমকা লক্ষ লক্ষ টাকা ঢুকছে বহু অ্যাকাউন্টে! কার টাকা? কে দিচ্ছে? মহিষাদলে শোরগোল
তাকে আদালতে এনে পেশ করা হয় প্রতারণা মামলায়। সেই মামলাায় তাকে আদালতে পেশ করলে ১৪ জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। আর এই মামলায় আরও কেউ জড়িত আছে কি না তার তদন্ত করছেন পুলিশ।।