পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল হল ঝাড়গ্রাম। সারা বছর পর্যটকের আনাগোনা রয়েছে ঝাড়গ্রামে। শীতের সময় পর্যটকের ঢল নামে ঝাড়গ্রামে। পর্যটকদের কথা মাথায় রেখে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে তৈরি করা হয়েছে সৃষ্টিশ্রী প্রকল্পের স্টল। যেখানে জঙ্গলমহলের মহিলারা তাঁদের হাতের তৈরি ঘর সাজানোর নানা সামগ্রীর সম্ভার নিয়ে বসে রয়েছে। জঙ্গলমহল বেড়ানোর পাশাপাশি স্মৃতি হিসেবে জঙ্গলমহলের নানা হস্তশিল্পের সামগ্রী বাড়ি নিয়ে যেতে পারবে পর্যটকরা।
advertisement
আরও পড়ুন: স্বপ্নের গ্রাম, একবার ঢুঁ না মারলে বড় মিস, ঝাড়গ্রাম বেড়াতে গেলে যাবেন নিশ্চিয়ই
বিশেষ আকর্ষণ রয়েছে লক্ষ্মীর ভান্ডার। সবাই ঘাস দিয়ে তৈরি করা হয়েছে বড় একটি টাকা রাখার ভাড়। যার নাম দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার। এছাড়াও হয়েছে পোড়া মাটির ও বাঁশের তৈরি গলার ও কানের নানা গয়না। রান্না ঘরের জন্যও রয়েছে বাঁশ ও কাঠের তৈরি রয়েছে নানা সরঞ্জাম।বৃহস্পতিবার বন্ধ থাকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। কেবলমাত্র বৃহস্পতিবার ছাড়া সমস্ত দিনেই এই সৃষ্টিশ্রী স্টল খোলা থাকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের মধ্যে।
আরও পড়ুন: বারে বারে ঝাড়গ্রাম গেলেও এই জায়গাটি মিস করেছেন নিশ্চিত, জঙ্গলমহলের নয়া ডেস্টিনেশন এটাই
ফলে বেড়াতে আসা পর্যটকরা বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যেতে পারে নানা সামগ্রী। পর্যটকরাও যেমন জঙ্গল মহলের হস্তশিল্পকে নিজের বাড়ি নিয়ে যেতে পারছে ঠিক তেমন রাজ্য সরকারের এই সৃষ্টিশ্রীর মধ্য দিয়ে নিজের হস্তশিল্পকে সকলের কাছে তুলে ধরার পাশাপাশি আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন জঙ্গলমহলের মহিলারা।
বুদ্ধদেব বেরা