TRENDING:

Jhargram News: বিনা পয়সায় পছন্দের পোশাক থেকে পেটপুরে দুপুরের খাবার! শতাধিক পরিবারের মুখে ফুটল হাসি, জঙ্গলমহলে উৎসবের আবহ

Last Updated:

Jhargram News: মহুলবনি এলাকায় অনুষ্ঠিত হল শীতবস্ত্র বিতরণ, খাদ্য পরিবেশন এবং মানবতার হাট। শিশু থেকে বৃদ্ধ, সবাই মেতে ওঠেন উৎসবের আবহে। মানবিক এই কর্মসূচিতে মুখে হাসি ফুটল শতাধিক পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, মিজানুর রহমানঃ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পৌঁছে জঙ্গলমহলের মানুষের পাশে দাঁড়াল একদল উদ্যমী যুবক। ফ্রেন্ডস স্টেশন নামের সংগঠনের উদ্যোগে মহুলবনি এলাকায় অনুষ্ঠিত হল শীতবস্ত্র বিতরণ, খাদ্য পরিবেশন এবং মানবতার হাট। মানবিক এই কর্মসূচিতে মুখে হাসি ফুটল শতাধিক পরিবারের।
advertisement

জঙ্গলমহলের গোপীবল্লভপুরের চারিদিকে বনাঞ্চল। তার মাঝে রয়েছে মহুলবনি মাঠ। সকাল থেকেই সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভিড় জমতে থাকে। ধীরে ধীরে এগিয়ে আসে ফ্রেন্ডস স্টেশনের যুবকেরা। হাতে শীতবস্ত্র, কম্বল ও মনভরা মমতা। প্রায় ২০০-র বেশি পরিবারকে শীতের পোশাক দেওয়া হয়। শুধু তাই নয়, প্রায় ৪০০ মানুষকে পরিবেশন করা হয় দুপুরের আহার। দিনভর এই মানবিক কর্মসূচির পাশে ছিল গোটা এলাকার মানুষ। শিশু থেকে বৃদ্ধ, সবাই মেতে ওঠেন উৎসবের আবহে।

advertisement

আরও পড়ুনঃ শারীরিক সীমাবদ্ধতায় দমে যাননি! অসহায় মানুষদের ভরসা হয়ে উঠেছেন সন্তু, যুব প্রজন্মের নতুন অনুপ্রেরণা শালবনির যুবক

এই  কর্মসূচির মূল আয়োজক ছিল দাসপুর ফ্রেন্ডস স্টেশন। তাঁদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই মানবিক উদ্যোগ। শুধু শীতবস্ত্র বা খাবার নয় সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁদের আয়োজিত ‘মানবতার হাট’। বিনা পয়সায় পোশাক নেওয়ার এই ব্যবস্থায় মানুষ নিজের পছন্দমতো জামাকাপড় বেছে নিয়ে বাড়ি ফিরেছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিনভর সুবর্ণরেখায় ভেসে সামান্য উপার্জন! তা দিয়েই নুন-ভাতে দিন গুজরান
আরও দেখুন

প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রেন্ডস স্টেশনকে সহযোগিতা করেন। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। ফ্রেন্ডস স্টেশনের সদস্যরা জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রথম লক্ষ্য। ভবিষ্যতেও এমন আরও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করবে তাঁরা। বহু মানুষের সহযোগিতা, শুভেচ্ছা এবং উপস্থিতি এই কর্মসূচিকে আরও সফল করেছে। সমাজের জন্য কিছু করতে পারার আনন্দে মুখরিত ফ্রেন্ডস স্টেশনের প্রতিটি সদস্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: বিনা পয়সায় পছন্দের পোশাক থেকে পেটপুরে দুপুরের খাবার! শতাধিক পরিবারের মুখে ফুটল হাসি, জঙ্গলমহলে উৎসবের আবহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল