কেন জানেন, জঙ্গলমহলের মাটির বাড়িতে আঁকা হয় নানান ছবি? মূলত জঙ্গলমহলের নানান পরবের সময় বাড়ির মাটির দেয়ালগুলো সাজিয়ে তোলেন নানা ছবিতে। পাশাপাশি বিয়ে, অন্নপ্রাশন-সহ নানা অনুষ্ঠানে লাল, নীল, সবুজ নানা রং মিশিয়ে একাধিক ছবি আঁকেন দেওয়ালে। হাতি, ঘোড়া, ময়ূর ফুটে ওঠে জঙ্গলমহলের বাড়ির দেওয়াল জুড়ে।
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধাতালিকায় তুমুল চমক! দশম স্থানে অনুব্রত
লোকসংস্কৃতি গবেষকেরা মনে করেন, মাটি দেওয়ালকে জল-বৃষ্টি থেকে রক্ষা করতে পুরোনো দিনে জঙ্গলমহল এলাকায় মাটির বাড়ির দেওয়ালে আলকাতরার প্রলেপ দেওয়া হতো। তবে কালের পরিবর্তনের সাথে সাথে মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলেন নানা দৃষ্টিনন্দন ছবিতে।
প্রসঙ্গত, সবুজে ঘেরা জঙ্গলমহলের নানা গ্রামে ঢুকলে দেখা যাবে দৃষ্টিনন্দন নানা ঘর। সাজানো গোছানো মাটির বাড়ি। লোকসংস্কৃতি গবেষক মধুশ্রী হাতিয়াল বলেন, জঙ্গলমহলের মানুষ নিজেদের বাড়িতে জৈব নানা রঙে সাজিয়ে তোলেন। পরব, বিয়ের উৎসবে ঘরে রং করা হয়। শুধু তাই নয়, মাটির বাড়িতে নাতা দেওয়ার পাশাপাশি নানান ছবি ও রং এ ফুটিয়ে তোলা হয় জঙ্গলমহলের নানা সৃজনশীল কৃষ্ঠিকে। স্বাভাবিকভাবে, জঙ্গলমহলের নানা সাজানো গোছানো গ্রাম নজর কাড়ে সকলের।
Ranjan Chanda