TRENDING:

Bangla News|| জঙ্গলমহলে গেলেই মুগ্ধ হয়ে যাচ্ছেন সকলে, নজরের কেন্দ্রে নাকি সার-সার বাড়ি!

Last Updated:

Bangla News: বিয়ে, অন্নপ্রাশন-সহ নানা অনুষ্ঠানে লাল, নীল, সবুজ নানা রং মিশিয়ে একাধিক ছবি আঁকেন দেওয়ালে। হাতি, ঘোড়া, ময়ূর ফুটে ওঠে জঙ্গলমহলের বাড়ির দেওয়াল জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: সবুজে ঘেরা জঙ্গলমহলের নানা গ্রামে ঢুকলে দেখা যাবে সাজানো গোছানো রং বেরংয়ের নানা মাটির বাড়ি। মাটির দেওয়ালে লাল, হলুদ, কমলা, সবুজ সহ নানা রং এ আঁকা একাধিক ছবি। পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া এলাকা শালবনি, গুরগুরিপাল জঙ্গলমহলের লালগড়, বেলপাহাড়ি সহ গ্রামের মাটির বাড়ি গুলোতে নানা ছবি আঁকা।
 জঙ্গলমহলের ঘরের দেওয়ালে নানা রং এ আঁকা ছবি।
জঙ্গলমহলের ঘরের দেওয়ালে নানা রং এ আঁকা ছবি।
advertisement

কেন জানেন, জঙ্গলমহলের মাটির বাড়িতে আঁকা হয় নানান ছবি? মূলত জঙ্গলমহলের নানান পরবের সময় বাড়ির মাটির দেয়ালগুলো সাজিয়ে তোলেন নানা ছবিতে। পাশাপাশি বিয়ে, অন্নপ্রাশন-সহ নানা অনুষ্ঠানে লাল, নীল, সবুজ নানা রং মিশিয়ে একাধিক ছবি আঁকেন দেওয়ালে। হাতি, ঘোড়া, ময়ূর ফুটে ওঠে জঙ্গলমহলের বাড়ির দেওয়াল জুড়ে।

advertisement

আরও পড়ুনঃ মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধাতালিকায় তুমুল চমক! দশম স্থানে অনুব্রত

লোকসংস্কৃতি গবেষকেরা মনে করেন, মাটি দেওয়ালকে জল-বৃষ্টি থেকে রক্ষা করতে পুরোনো দিনে জঙ্গলমহল এলাকায় মাটির বাড়ির দেওয়ালে আলকাতরার প্রলেপ দেওয়া হতো। তবে কালের পরিবর্তনের সাথে সাথে মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলেন নানা দৃষ্টিনন্দন ছবিতে।

advertisement

প্রসঙ্গত, সবুজে ঘেরা জঙ্গলমহলের নানা গ্রামে ঢুকলে দেখা যাবে দৃষ্টিনন্দন নানা ঘর। সাজানো গোছানো মাটির বাড়ি। লোকসংস্কৃতি গবেষক মধুশ্রী হাতিয়াল বলেন, জঙ্গলমহলের মানুষ নিজেদের বাড়িতে জৈব নানা রঙে সাজিয়ে তোলেন। পরব, বিয়ের উৎসবে ঘরে রং করা হয়। শুধু তাই নয়, মাটির বাড়িতে নাতা দেওয়ার পাশাপাশি নানান ছবি ও রং এ ফুটিয়ে তোলা হয় জঙ্গলমহলের নানা সৃজনশীল কৃষ্ঠিকে। স্বাভাবিকভাবে, জঙ্গলমহলের নানা সাজানো গোছানো গ্রাম নজর কাড়ে সকলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| জঙ্গলমহলে গেলেই মুগ্ধ হয়ে যাচ্ছেন সকলে, নজরের কেন্দ্রে নাকি সার-সার বাড়ি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল