এরপর তাকে জিজ্ঞেসাবাদ করার সময় তাঁর কাছ থেকে একটি দেশি বন্ধুক উদ্ধার করেন। এদিন ধৃত ব্যক্তিকে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।পুলিশ সুত্রে খবর এই এলাকায় চলছে অবৈধভাবে আগ্নেয় অস্ত্রের কারবার।এদিনও পুলিশের কাছে একটি ফোন আসে আর সেই ফোনের সূত্র ধরে পুলিশ তদন্তে যায় এলাকায়।
advertisement
আরও পড়ুন: এ কী কাণ্ড! হাত দিয়ে টানতেই উঠে আসছে পিচ রাস্তা? অদ্ভুত ঘটনার কারণটা ঠিক কী?
সেখান থেকেই নাটক করা হয় স্বরেনকে। উদ্ধার হয় বেশি আগ্নেয়াস্ত্র পুলিশ মনে করছে এর পেছনে বড় চক্র রয়েছে। কারণ এই পথ দিয়ে খুব সহজেই ঝাড়খন্ড ঢোকা যায় এবং ঝাড়খন্ড থেকে যে কোন জিনিস বাংলায় আনা য়ায়। এর আগেও এই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ মনে করছে এই আগ্নেয়াস্ত্র জেলার বিভিন্ন জায়গা এখান থেকে প্রচার করা হয়েছে।তাই পুলিশ তাকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন করেন।
সরকারি আইনজীবী বলেন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে মহামান্য বিচার তাকে দুদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যে পুলিশ তাকে নিজেদের হেফাজত নিয়ে জিজ্ঞাসা বাদ করছে। পুলিশ মনে করছে এর পেছনে বড় র্যাকেট রয়েছে। ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এই এলাকায় মজুত করা হচ্ছে।গোটা বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
রাজু সিং