North 24 Parganas News: এ কী কাণ্ড! হাত দিয়ে টানতেই উঠে আসছে পিচ রাস্তা? অদ্ভুত ঘটনার কারণটা ঠিক কী?
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
হাত দিয়ে টানতেই উঠে আসছে রাস্তার পিচ খোয়া, কাজ বন্ধ করলো স্থানীয়রাই
উত্তর ২৪ পরগনা: দুদিন আগেই তৈরি হয়েছে নতুন রাস্তা। কিন্তু এ কি! হাত দিয়ে সামান্য টানতেই উঠে আসছে রাস্তার পিচ, খোয়া! নতুন করে তৈরি করার দুদিনের মধ্যেই এমন হাল গোটা রাস্তার। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। আর তারই প্রতিবাদে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা।
বনগাঁ ব্লকের গাঁড়াপোতা গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম থেকে সভাইপুর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে। যার ফলে তৈরি হওয়ার দুদিনের মধ্যেই বেহাল হয়ে পরেছে রাস্তা।গ্রামriবাসীদের আরও অভিযোগ, এই রাস্তার পুরোটাই নতুন করে তৈরি করার কথা থাকলেও, ঠিকাদার সেই কাজ না করে রাস্তার যে অংশ গুলি খারাপ হয়ে পরেছে, সেই অংশ টুকুই মেরামত করছে। তাও আবার নিম্নমানের সামগ্রী দিয়ে।
advertisement
advertisement
যার ফলে হাত দিয়ে সামান্য টান দিলেই রাস্তা থেকে চাঙড় উঠে আসছে। তাই নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি, সঠিক সামগ্রী দিয়ে নতুন করে গোটা রাস্তা তৈরি করতে হবে। না হলে রাস্তা তৈরির কাজ বন্ধ থাকবে।
advertisement
এ ব্যপারে স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও গ্রামবাসীরা জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তা সংস্কারের কাজ করা হলেও কেন এমন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা তা নিয়েই এখন স্থানীয় প্রশাসনের দিকে আঙ্গুল তুলছেন বাসিন্দারা।
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2023 11:37 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: এ কী কাণ্ড! হাত দিয়ে টানতেই উঠে আসছে পিচ রাস্তা? অদ্ভুত ঘটনার কারণটা ঠিক কী?






