পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে এবছর ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ ও মার্চ মাসের ১ তারিখ দু’দিন ব্যাপী আয়োজিত হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতারা অংশগ্রহণ করেছিল। ঝাড়গ্রাম জেলাও ব্যতিক্রম নয়।
আরও পড়ুন: জঙ্গলমহলে প্রথম তৈরি হচ্ছে প্লাস্টিকের রাস্তা! মজাটা কোথায় জানেন?
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকার প্রায় ৩১ জন প্রতিযোগিকে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশিক্ষণ দেওয়া হয়। ১৫ দিন ধরে স্টেডিয়ামে চলে প্রশিক্ষণ ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে। তারপর ঝাড়গ্রাম থেকে রওনা দেয় পাশের জেলা শালবনীর উদ্দেশে যেখানে আয়োজিত হয়েছিল রাজ্যস্তরীয় প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা।
৩৪টি ইভেন্টে ৩১ জন খুদে প্রতিযোগি অংশগ্রহণ করেছিল। মানিকপাড়া চক্রের কলসিভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তিথি সিং সাটল রেস অর্থাৎ আলু দৌড়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয়লাভ করে। দলগতভাবে পিরামিড বিভাগে অংশগ্রহণ করে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে। রবিবার সকালে প্রত্যেক কৃতি পড়ুয়াকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। প্রত্যেকের হাতে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানায় ঝাড়গ্রাম প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা।
বুদ্ধদেব বেরা