সংগঠনের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নাম করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, মাসিক ভিত্তিতে নানা খাত দেখিয়ে নিয়মিত অর্থ সংগ্রহ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন চালকরা।
advertisement
ঝাড়গ্রাম শহর টোটো চালক বৃন্দের ডাকে আন্দোলন
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু টোটো চালক আর্থিকভাবে দুর্বল। অথচ প্রশাসনের তরফে নির্ধারিত পরিমাণের বাইরে নানা খাতে টাকা নেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ অন্যায়। বাধ্য হয়ে সংগঠনের সদস্যরা একজোট হয়ে জেলা প্রশাসনের দারস্থ হয়েছেন। জেলা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিন সংগঠনের প্রতিনিধি দল লিখিতভাবে জেলা শাসককে অভিযোগ জানিয়েছে।
আরও পড়ুনঃ সাতসকালে মর্মান্তিক ঘটনা, পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, মৃত্যু একরত্তির
জেলা শাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

