আরও পড়ুন- বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখেই গুলি! একে একে মৃত্যু ২৩ যাত্রীর! ভয়াবহ কাণ্ড
সুবীর বিশ্বাস বলেন, “আমি কাঠ কেটে তা খোদাই করে একটা নারীর মূর্তি তৈরি করেছি। যেখানে আমি তুলে ধরেছি মূর্তির এক দিকে আমরা পুরুষ সমাজ নারীকে দেবীরূপে পুজো করছি। অন্য দিকে দেখানো হয়েছে সেই নারীকেই আমরা ভোগ্যপণ্য হিসেবে পাওয়ার চেষ্টা করছি। আরজি কর মেডিক্যাল কলেজে একজন চিকিৎসককে যেভাবে মেরে ফেলা হল তারই প্রতিবাদে আমার এই মূর্তি গড়া। আমি একজন শিল্পী আমি রাস্তায় দাঁড়াতে পারব না। আমি আমার কাজের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছি”।
advertisement
আরজি করের ঘটনার পরেই তিনি পুরুষতান্ত্রিক সমাজের বিরোধিতা করে কাঠ খোদাই করে তিন দিন ধরে তৈরি করেছেন এক প্রতিবাদীর মূর্তি। যেখানে তিনি ফুটিয়ে তুলেছেন এক নারীকে। যে নারীকে পুরুষসমাজ দেবীর মতো পুজো করছে এবং সেই নারীকেই ভোগ করার বাসনা রাখছে।ঝাড়গ্রাম শহরের ঘোড়ধরার বাসিন্দা সুবীর বিশ্বাস তাঁর কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এক নারীর মূর্তি।
যেখানে নারী এক হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে পুজো করা হচ্ছে। ঠিক তার সঙ্গেই তিনি ফুটিয়ে তুলেছেন নারী তার অপর হাতে শরীরকে আগলে রেখেছে আর তার শরীরের দিকে এগিয়ে আসছে ধর্ষকদের হাত। আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতেই সুবীর তার শিল্পচর্চার কাজের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
বুদ্ধদেব বেরা