TRENDING:

আবাস যোজনায় নাম থেকেও মেলেনি বাড়ি, এবার চলে গেল শেষ সম্বল! আশ্রয় হারিয়ে হাহাকার

Last Updated:

টানা বৃষ্টিতে হঠাৎ করেই ভেঙে গেল কাঁচা বাড়ি, কোনওরকমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাড়ু মসীনা , পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল কাঁচাবাড়ি। গৃহহীন একাধিক পরিবার। ঘটনাটি ঘটেছে ঝালদার মাড়ু মসীনা গ্রাম পঞ্চায়েতের মসীনা গ্রামে। এই গ্রামের নায়ক পাড়ায় টানা বৃষ্টির ফলে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ‌ গৃহহীন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার।
advertisement

এই গ্রামেরই এক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ছটি নায়ক জানান , রবিবার রাতে খাওয়া দাওয়া করার সময় আচমকাই তার বাড়ির একাংশ ভেঙে পড়ে। ওই বাড়িতে স্বামী, স্ত্রী, শাশুড়ি ও দুই সন্তান মিলে বসবাস করতেন। হঠাৎ বাড়ির একাংশ ভেঙে পড়ায় কোনওরকমে প্রাণে বাঁচেন তাঁরা। আবাস যোজনায় বাড়ির নামের তালিকা থাকলেও তিনি বাড়ি পাননি। বর্তমানে আশ্রয় হারিয়ে দিশেহারা অবস্থা হয়ে গিয়েছে তাদের। অবিলম্বে পাকা বাড়ির দাবি করছেন তিনি।

advertisement

আরও পড়ুন : শিকারের ফাঁদে প্রাণ গেল শিকারির! বিড়ালকে ধাওয়া করতে গিয়ে জাতীয় সড়কে মর্মান্তিক মৃত্যু চিতাবাঘের

এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য রোহিনী কুমার বলেন, শুধুমাত্র এই পরিবার নয়, একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবার। তাদের জন্য এলাকায় কোনও কমিউনিটি হল না থাকার কারণে তাদের পরিস্থিতি আরও করুণ হয়ে গিয়েছে। অনেকেরই আবাসের তালিকায় নাম ছিল। কিন্তু পরবর্তীতে সেই নামের তালিকা থেকে তাঁদেরকে বাদ দেওয়া হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

কংগ্রেস পরিচালিত মাড়ু মসীনা গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে একাধিক পরিবারের বসবাস। এখানে অনেকেরই আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই বাড়ি পাননি। কোনওরকমে মাটির বাড়িতেই দিন কাটান তাঁরা। তবে এই প্রবল বর্ষণে তারা হারিয়েছে মাথার ছাদ। আশ্রয়হীন হয়ে বিপাকে পড়ে গিয়েছেন তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবাস যোজনায় নাম থেকেও মেলেনি বাড়ি, এবার চলে গেল শেষ সম্বল! আশ্রয় হারিয়ে হাহাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল