শিকারের ফাঁদে প্রাণ গেল শিকারির! বিড়ালকে ধাওয়া করতে গিয়ে জাতীয় সড়কে মর্মান্তিক মৃত্যু চিতাবাঘের

Last Updated:

জাতীয় সড়কের যে জায়গায় দুর্ঘটনা হয়েছে, সেখানে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার নির্ধারিত করা আছে।

দুর্ঘটনায় মৃত্যু চিতাবাঘের। (প্রতিকী ছবি)
দুর্ঘটনায় মৃত্যু চিতাবাঘের। (প্রতিকী ছবি)
বাগডোগরা, বিশ্বজিৎ মিশ্র: বিড়াল শিকার করতে গিয়েই কাল হল। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একটি চিতবাঘের। বাগডোগরার মুনি চা বাগানের ৩১নং জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে, গভীর রাতে বাগডোগরার কাছে মুনি চা বাগানের জাতীয় সড়কে একটি বিড়ালের পিছনে ধাওয়া করেছিল দুর্ঘটনাগ্রস্থ চিতাবাঘটি। তারপরেই এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, সড়ক পারপার করার সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কায় গুরুতরভাবে আহত হয় চিতাবাঘটি। তারপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিতাবাঘটির। পাশাপাশি ওই বিড়ালটিরও মৃত্যু হয়েছে। খবর পেয়ে এদিন বাগডোগরা বন দফতরের কর্মীরা ২টি মৃতদেহ উদ্ধার করেছে। মৃত চিতা বাঘটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে বন দফতরের রেঞ্জার জানিয়েছেন, মৃত বাঘটির বয়স তিন বছর। তবে বাঘটি স্ত্রী নাকি পুরুষ, তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, জাতীয় সড়কের যে জায়গায় দুর্ঘটনা হয়েছে, সেখানে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার নির্ধারিত করা আছে। কিন্তু ওই জায়গায় বারবার দুর্ঘটনা হচ্ছে। যার ফলে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। পাশাপাশি বিড়ালটিরও মৃত্যু হয়েছে।
advertisement
অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় চার-পাঁচটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক চালক বেপরোয়াভাবে গাড়ি চালান। নিয়মের তোয়াক্কা করেন না অনেকে। আবার অনেক সময় হঠাৎ করে রাস্তায় চলে আসে বন্য জীবজন্তু। তখন গাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ফলে বারবার এমন দুর্ঘটনার ছবি সামনে আসছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিকারের ফাঁদে প্রাণ গেল শিকারির! বিড়ালকে ধাওয়া করতে গিয়ে জাতীয় সড়কে মর্মান্তিক মৃত্যু চিতাবাঘের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement