রাতের অন্ধকারে গজরাজদের তাণ্ডব! হাতির হানায় মৃত ১, আতঙ্কের পরিবেশ এলাকায়

Last Updated:

Jhargram News: প্রতিনিয়ত হাতির দল যেভাবে তাণ্ডব চালাচ্ছে তাতে কার্যত দিশেহারা গ্রামের চাষিরা

রাতের অন্ধকারে হাতির দলের তাণ্ডব
রাতের অন্ধকারে হাতির দলের তাণ্ডব
ঝাড়গ্রাম, রাজু সিংঃ রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াল হাতির দল। ঝাড়গ্রামের কলাই কুন্ডা বিটে গুপ্তমনী এলাকায় চাষের জমিতে গজরাজদের তাণ্ডব। প্রতিনিয়ত যেভাবে হাতির দল তাণ্ডব চালাচ্ছে তাতে কার্যত দিশেহারা গ্রামের চাষিরা।
একদিকে যেমন ঝাড়গ্রামের গড় শালবনীতে সারা বছরই হাতি থাকছে, ঠিক তেমনই লোধাশুলি ও শ্যামাচুলি এলাকায় বারংবার তাণ্ডব চালাচ্ছে হাতির দল। এতে বন দফতরকে দায়ী করে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এলাকার মানুষ।
আরও পড়ুনঃ চোলাই মদে আসক্ত গ্রামের পুরুষ! লাঠি-ঝাঁটা হাতে মহিলারা যা করলেন…! বিরাট কাণ্ড চন্দ্রকোনায়
এদিকে গতকালই হাতির থানায় মৃত্যু হয়েছিল অস্থায়ী বন কর্মীর। এবার পাশের রাজ্য ঝাড়খণ্ডের বালিজুড়িতে হাতির হানায় মৃত্যু হল সরক পাল (৩৫) নামে এক ব্যক্তির। সোমবার রাতে বালিজুরিতে হাতির সামনে পড়ে ফের প্রাণ হারান সেই ব্যক্তি।
advertisement
advertisement
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের লোকজন। তাঁরা গিয়ে সেখানকার পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে একটি হাতি সেখানে বিক্ষিপ্তভাবে তাণ্ডব চালাচ্ছিল। সেই হাতির আক্রমণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সেই হাতিটিকে সেখান থেকে গভীর জঙ্গলে ফেরানো হয়েছে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে গজরাজদের তাণ্ডব! হাতির হানায় মৃত ১, আতঙ্কের পরিবেশ এলাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement