ছেলে মেয়ের পড়াশোনা থেকে সংসারের খরচ বহন করতে নাজেহাল হয়ে পড়ছেন শিক্ষকের স্ত্রী। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন অন্যান্য শিক্ষকরা।
আরও পড়ুন: ১২ বছর পর শক্তিশালী রাজলক্ষণ রাজযোগ! বিরাট ভাগ্যবদল, ৫ রাশির জীবনে সোনা, দারুণ চমক অপেক্ষা করছে
জয়নগরের উত্তরচক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে ওই সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে তাঁদের মাইনের টাকা থেকে সামর্থ্য অনুযায়ী প্রায় এক লক্ষ একুশ হাজার টাকা ক্যানসার আক্রান্ত শিক্ষকের স্ত্রীর হাতে তুলে দেন।
advertisement
এ প্রসঙ্গে ওই শিক্ষকের স্ত্রী বলেন, ”এভাবে শিক্ষক মহল পাশে দাঁড়াবে ভাবতে পারিনি। তবে এই মুহূর্তে এই টাকাটি ওঁর চিকিৎসার জন্যে অনেকটাই কাজে আসবে এবং ভবিষ্যতে ওই শিক্ষকরা আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি আমার স্বামী সব সময় বলতেন আমি শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত হয়েছি। সব সময় স্বপ্ন দেখতেন নিজের স্বচ্ছলতা না ফিরলেও শিক্ষার আলো নিয়ে স্থানীয় শিক্ষার্থীরা আলোকিত হবে। স্বচ্ছল হবে স্থানীয় শিক্ষার্থীদের জীবন। তার পাশাপাশি এই শিক্ষকতা চাকরিটা পাওয়ার পর তিনি সবসময় বলতেন পারিবারিক কিছুটা স্বচ্ছলতা আসবে। কিন্তু সে সুখ আর কপালে জুটল কই।”
তিনি তাঁর এই মারণব্যাধিকে জয় করে আবার সুস্থ জীবনে ফিরে এসে শিক্ষার জীবনে প্রবেশ করবেন, এটাই সবার কামনা।
সুমন সাহা