TRENDING:

Jaynagar Moya Hub: বসছে মোয়া তাজা রাখার যন্ত্র, এ বার খুব শীঘ্রই জয়নগরে ‘মোয়া হাব’

Last Updated:

Jaynagar Moya Hub: টাউন হলে জয়নগরের মোয়ার জিআই প্রাপ্তি উদযাপনের অনুষ্ঠানে বিশেষ ওই যন্ত্র বসানোর কথা জানান স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর : জয়নগরের মিত্রগঞ্জ বাজারে পুরসভার দেওয়া জায়গাতেই অবশেষে বসতে চলেছে মোয়া তাজা রাখার যন্ত্র । টাউন হলে জয়নগরের মোয়ার জিআই প্রাপ্তি উদযাপনের অনুষ্ঠানে বিশেষ ওই যন্ত্র বসানোর কথা জানান স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডল । আগামী কয়েক দিনের মধ্যেই য্ন্ত্র বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছিলেন তিনি ।
advertisement

এক বার তৈরি হওয়ার পর খুব বেশিদিন তাজা থাকে না জয়নগরের মোয়া । ফলে প্রচুর চাহিদা থাকলেও দেশের অন্যত্র বা বিদেশে রফতানির ক্ষেত্রে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা । এই সমস্যার সমাধানেই ওই বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা হয় । যন্ত্রটিকে কেন্দ্র করে একটি মোয়া হাব তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছিল। খাদি দফতরের তরফে বছর দু’য়েক আগে এর জন্য প্রায় ৩ কোটি টাকা মঞ্জুর হয় । কিন্তু একাধিক জায়গায় যন্ত্রটি বসানোর চেষ্টা হলেও নানা টালবাহনায় তা ভেস্তে যায় । শেষ পর্যন্ত মিত্রগঞ্জ বাজারে পুরসসভার জায়গাতেই যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

advertisement

মঙ্গলবার মিত্রগঞ্জ বাজারে ওই ভবনটি পরিদর্শন করেন পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার-সহ অন্য কাউন্সিলররা । ওই এলাকায় কয়েকটি অস্থায়ী দোকান রয়েছে । সেগুলিকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পুরপ্রধান জানান,  ‘‘ মোয়া হাব তৈরির প্রস্তুতি দ্রুত চলছে। ইতিমধ্যে মাটি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ।’’

আরও পড়ুন :  সংসারে চপশিল্পের প্রভাব নিয়ে গবেষণা স্নাতকোত্তরের ছাত্রীর, সমালোচনার উত্তর দিলেন অধ্যাপকরাও

advertisement

সাংসদ বলেন,  ‘‘জয়নগরে এই মোয়া হাব তৈরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন এখানকার ব্যবসায়ীরা । আমিও নানাভাবে চেষ্টা করেছি । মুখ্যমন্ত্রী-সহ নানা দফতর এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়েছে । সকলের সহযোগিতায় শেষপর্যন্ত হাবটি তৈরি হচ্ছে।” জয়নগরের মোয়ার জিআই নিয়ে স্থানীয় স্তরে বিভ্রান্তি চলছিল বেশ কিছুদিন ধরেই । সে বিভ্রান্তিও কেটেছে এ দিন । জয়নগরের মোয়ার জিআই মিলেছে বেশ কয়েক বছর হল । কিন্তু কী ভাবে জিআই শংসাপত্র মিলবে তা জানতেন না অনেক মোয়া ব্যবসায়ীই । অভিযোগ,  এই সুযোগে শংসাপত্র করে দেওয়ার নাম করে মোয়া ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলছিল কোনও কোনও সংগঠন ।

advertisement

আরও পড়ুন :  শিলিগুড়ির পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কারখানায় ঢুকে গেল বাস, নিহত ১, আহত ২০

এ দিন রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের তরফে এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে । সংস্থার তরফে মহুয়া হোমচৌধুরী এ দিন জানান,  ‘‘জিআই শংসাপত্রের জন্য কোনও সংগঠনের মাধ্যমে আবেদন করার দরকার নেই । টাকা দেওয়ারও প্রশ্ন নেই ।’’ বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে সরাসরি আবেদন করলে মাত্র দশ টাকার বিনিময়েই শংসা পত্র মিলবে বলে জানান তিনি।

advertisement

মহুয়া জানান,  ইতিমধ্যে এলাকার ৪৯ জন ব্যবসায়ী সরাসরি বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে জিআই শংসাপত্রের আবেদন করেছেন । তাঁদের শংসাপত্র তৈরি হয়ে গিয়েছে । খুব শীঘ্রই তাঁদের হাতে দফতরের তরফে সেই শংসাপত্র তুলে দেওয়া হবে ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

(অর্পণ মণ্ডল)

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar Moya Hub: বসছে মোয়া তাজা রাখার যন্ত্র, এ বার খুব শীঘ্রই জয়নগরে ‘মোয়া হাব’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল