রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোষাধ্যক্ষ জানান, “আমরা লোকাল 18 এ অনিমেষের খবর দেখতে পাই তারপরই সিদ্ধান্ত নিই তাঁকে সন্মান দেওয়ার কথা কারণ সে ইন্ডিভিজুয়াল স্পোর্টস এ যে কাজ করছেন সেটা অনবদ্য। ২০২৪ সালে ইনজুরি নিয়ে গোটা রাজ্য প্রথম। এক্সপোজার পেলে হয়ত গোটা পৃথিবীর সামনে বাংলার নাম উজ্জ্বল করবেন তিনি।
আরও পড়ুন: পুজোর আগে বড়সড় উদ্যোগ নিল বারুইপুর জেলা পুলিশ
advertisement
জাতীয় স্তরে টপ সিক্সে জায়গা করে নেওয়ার পরও বাকিদের মত ফিনল্যান্ডে গিয়ে ক্যাম্পে অংশগ্রহণ করার ডাক পাননি অনিমেষ। কি কারণে এমনটা হল তার কোনও উত্তর সে এখনও পায়নি। যদিও থেমে না থেকে খেলাধুলাকে ভালোবেসে নিজে ব্যবসা চালিয়ে, প্রায় প্রতিবছর রাজ্যে চ্যাম্পিয়ন হয় অনিমেষ।
যদি সবকিছু ঠিকঠাক হত তাহলে হয়ত নিরাজদের সঙ্গে অনিমেষকেও দেখা যেত অলিম্পিকের মঞ্চে। বাঁকুড়ার হয়ে একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন অনিমেষ। তারপর বিভিন্ন কারণবশত বাঁকুড়া ছেড়ে মোহনবাগানে যোগ দেন তিনি। ২০২৪ সালের প্রতিযোগিতা এবং বাকি সাত বার জাভ্যালিন থ্রো’তে মোহনবাগানের হয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি।
নীলাঞ্জন ব্যানার্জী