TRENDING:

Bangla Video: বাঁকুড়ার কিংবদন্তি ক্রীড়াবিদকে সন্মান রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের

Last Updated:

Bangla Video: লোকাল 18 এর খবর দেখার পরই বাঁকুড়ার জাভেলিন "থ্রয়ার" অনিমেষ মুখার্জিকে বেছে নেওয়া হয় বাঁকুড়ার ক্রীড়ার মুখ হিসেবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: খবরের জেরে বিশেষ পুরস্কার পেলেন বাঁকুড়ার কিংবদন্তি ক্রীড়াবিদ অনিমেষ মুখার্জী। একবার নয়, দুইবার নয় পর পর নয়বার রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন বাঁকুড়ার এই ছেলে। সৌরভ গাঙ্গুলির হাত থেকে পেয়েছেন ‘বেস্ট অ্যাথলিটের পুরস্কার পেয়েছেন। এবার তাকে স্বীকৃতি দিল এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক। লোকাল 18 এর খবর দেখার পরই বাঁকুড়ার জাভেলিন থ্রয়ার অনিমেষ মুখার্জিকে বেছে নেওয়া হয় বাঁকুড়ার ক্রীড়ার মুখ হিসেবে।
advertisement

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোষাধ্যক্ষ জানান, “আমরা লোকাল 18 এ অনিমেষের খবর দেখতে পাই তারপরই সিদ্ধান্ত নিই তাঁকে সন্মান দেওয়ার কথা কারণ সে ইন্ডিভিজুয়াল স্পোর্টস এ যে কাজ করছেন সেটা অনবদ্য। ২০২৪ সালে ইনজুরি নিয়ে গোটা রাজ্য প্রথম। এক্সপোজার পেলে হয়ত গোটা পৃথিবীর সামনে বাংলার নাম উজ্জ্বল করবেন তিনি।

আরও পড়ুন: পুজোর আগে বড়সড় উদ্যোগ নিল বারুইপুর জেলা পুলিশ

advertisement

জাতীয় স্তরে টপ সিক্সে জায়গা করে নেওয়ার পরও বাকিদের মত ফিনল্যান্ডে গিয়ে ক্যাম্পে অংশগ্রহণ করার ডাক পাননি অনিমেষ। কি কারণে এমনটা হল তার কোনও উত্তর সে এখনও পায়নি। যদিও থেমে না থেকে খেলাধুলাকে ভালোবেসে নিজে ব্যবসা চালিয়ে, প্রায় প্রতিবছর রাজ্যে চ্যাম্পিয়ন হয় অনিমেষ।

যদি সবকিছু ঠিকঠাক হত তাহলে হয়ত নিরাজদের সঙ্গে অনিমেষকেও দেখা যেত অলিম্পিকের মঞ্চে। বাঁকুড়ার হয়ে একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন অনিমেষ। তারপর বিভিন্ন কারণবশত বাঁকুড়া ছেড়ে মোহনবাগানে যোগ দেন তিনি। ২০২৪ সালের প্রতিযোগিতা এবং বাকি সাত বার জাভ্যালিন থ্রো’তে মোহনবাগানের হয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বাঁকুড়ার কিংবদন্তি ক্রীড়াবিদকে সন্মান রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল