বর্তমানে যাত্রাপালায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। তবে যাত্রার খরচ ব্যয়বহুল হয়ে যাওয়ায় বিগত দিনে তা বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি শিল্পীরা এই যাত্রাশিল্পকে পুনরায় ফিরিয়ে আনতে কমিটি গঠন করেন। তাঁদের উদ্যোগে ও এলাকার মানুষের সহযোগিতায় নতুন করে যাত্রাপালার পথচলা শুরু হয়েছে। কালীপুজো ও বঁদনা পরবকে কেন্দ্র করে ভূতাম মোড় কালীমন্দির প্রাঙ্গনে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। যাত্রা দেখতে আসা এলাকার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলি ও ছট উৎসব শেষে কাজে ফেরার পালা! আদ্রা ডিভিশনে চলবে ৩৬টি পুজো স্পেশাল ট্রেন
এই বিষয়ে শিল্পীরা জানান, এককালে তাঁদের যাত্রাপালা খুবই জনপ্রিয় ছিল। সময়ের পরিবর্তনে তা বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষের মধ্যে যাত্রাশিল্প বাঁচিয়ে রাখতে তাঁরা পুনরায় এই যাত্রাপালার সূচনা করেছেন। এলাকার মানুষদের সহযোগিতাতেই এই যাত্রাপালা চলছে। মানুষের উৎসাহ যত বাড়ছে, শিল্পীদের যাত্রা করার ইচ্ছাও তত দৃঢ় হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোচ্ছিল গ্রামবাংলার যাত্রাপালা। তবে আস্তে আস্তে ফের মানুষের মধ্যে যাত্রা দেখার প্রবণতা বাড়ছে। তাই শিল্পীরাও এই যাত্রাশিল্পকে বাঁচানোর তাগিদে লড়াই চালিয়ে যাচ্ছেন।





