এক কিলো মিয়াজাকি আমের দাম আড়াই লক্ষ টাকা। শুনে তাক লেগে গেলেও বিষয়টা সত্যি। যেন গাছে ফলছে সোনা। এক পিস মিয়াজাকির ওজন ২০০ গ্রাম মত, অর্থাৎ দাম প্রায় ৫০০০০ টাকা। যদিও ভারতের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মিয়াজাকি উৎপাদন এবং সেই কারণেই সিজনে প্রতি পিস আমের বাজার মূল্য ৫০০০-১০০০০ টাকার মধ্যেও নেমেছে সাম্প্রতিক সময়। জাপানের ১০টি মিয়াজাকি আমের গাছ লাগানো রয়েছে বাঁকুড়ার পরশমণিতে। যদিও উৎপাদন খুব একটা চোখে লাগার মত নয়!
advertisement
একটা গাছে এক ঋতুতে ২০ কিলোর মত আম হয়। সঙ্গে আকার হয় ২০০-৩০০ গ্রাম মত। এত টাকা দিয়ে কে কিনবে এই আম? যারা ইচ্ছুক হন তাঁরা ফোন করে বাগানে এসে নিজের পছন্দমত আম তুলে নিতে পারবেন, ওজন করে নির্ধারণ করা হবে মূল্য। আপনিও চাইলে একেবারে বাগান থেকে তুলে খেতে পারেন জাপানের লাল মিয়াজাকি আম।
বাঙালিদের রয়েছে আমের প্রতি দুর্বলতা। শেষ পাতে মিষ্টি আম কিংবা আমের আচার অথবা আম তেল। আম পেলেই যেন বদলে যায় রসনা তৃপ্তি! সেরকমই এবার সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে লাল মিয়াজাকি। সেই আম এবার বাঁকুড়ার লাল মাটিতে।
নীলাঞ্জন ব্যানার্জী