যে লাড্ডু ভগবানের কাছে নিবেদন করা হবে, তা প্রসাদ হিসেবে বিলিয়ে দেওয়া হবে ভক্তদের মধ্যে। জন্মাষ্টমী উপলক্ষে চার দিন আগে থেকে প্রস্তুতি শুরু করেছে ইসকন কর্তৃপক্ষ। মন্দিরেই তৈরি হচ্ছে ভোগ নিবেদনের লাড্ডু। প্রায় পঞ্চাশ হাজার ভক্ত সমাগম হবে জন্মাষ্টমী উপলক্ষে, এমনটাই আশা করছেন ইসকন মন্দিরের সেবাইতরা। অন্যদিকে জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা হবে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি তুলসি। এই বিশ্বের মঙ্গল কামনায় তুলসি নিবেদন করা হবে ভগবানের চরণে। একই সঙ্গে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যে সমস্ত মানুষজন প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনায় ভগবানের পায়ে তুলসি অর্পণ করবেন তারা। তাছাড়াও জন্মাষ্টমীর পূণ্য তিথিতে ভগবানকে নিবেদন করা হবে ৫৬ ভোগ।
advertisement
আরও পড়ুন: অবশেষে বৃষ্টির দেখা মিলল! একটু হলেও আর্থিক সংকট থেকে বাঁচবে চাষিরা
জন্মাষ্টমীর পুজো উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দুর্গাপুর ইসকন। জন্মাষ্টমীতে শ্রীমদ্ভগবত গীতার ১৮০০০ শ্লোক পাঠ করা হবে সেখানে। এক আসনে বসে হবে এক লক্ষ হরিনাম জপ। জন্মাষ্টমীতে বিশেষ অধিবাস হবে রাধাকৃষ্ণের। ৬৪ রকম উপাচার দিয়ে করা হবে মহা অভিষেক। হবে জন্মাষ্টমীর বিশেষ আরতি। অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের কাছে থেকে আসবে ১২৭০ রকমের ভোগ। তাছাড়াও সারাদিন থাকবে নাম সংকীর্তনের ব্যবস্থা। জন্মাষ্টমীর সকালে দুর্গাপুরের বেনাচিতিতে হবে বিশেষ শোভাযাত্রা। রাধাকৃষ্ণের চরণ যুগল মাথায় নিয়ে শোভাযাত্রা হবে। জন্মাষ্টমীর পরদিন পালিত হবে নন্দ উৎসব। সেদিন সমস্ত ভক্তদের বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হবে। সব মিলিয়ে জন্মাষ্টমী পালনের জন্য মাতোয়ারা হয়ে উঠেছে দুর্গাপুর ইসকন।
Nayan Ghosh