TRENDING:

Janmashtami 2023: তাল কিনতে নাকাল! জন্মাষ্টমীতে ৩০ টাকার তাল বিকোচ্ছে ৩০০ কোথাও ৫০০ টাকা

Last Updated:

Janmashtami 2023: তালের দাম ৩০০-৪০০ তাল কিনতে ছ্যাঁকা, দাম শুনে আঁতকে উঠছেন ক্রেতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: তালের দাম ৩০০-৪০০। তাল কিনতে ছ্যাঁকা। দাম শুনে আঁতকে উঠছেন ক্রেতা। জন্মাষ্টমী পুজোর প্রয়োজনীয় অর্ঘ্যের মধ্যে অন্যতম হল পাকা তাল। রীতি মেনে জন্মাষ্টমী পুজোর অংশ এই তাল। পুজোর প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে তালের ফুলুরি বা কাঁচা তাল এই পুজোয় দেওয়ার রীতি।
তাল
তাল
advertisement

সিজনের ফল হিসেবে শ্রাবণ ও ভাদ্র মাসে পাকা তাল পাওয়া যায়। সেই দিক থেকে প্রতি বছরের জন্মাষ্টমী পুজো উপলক্ষে তাল বিক্রি হতে দেখা যায় প্রায় প্রতি বাজারে। একখানা তাল ১০-২৫ বা ৩০ টাকা পর্যন্ত হয়। কিন্তু এবার ৩০ টাকার তাল ৩০০-৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেল, জেলার বিভিন্ন বাজারে। কোথাও আবার ৪০০ টাকা ছাড়িয়েছে। তাল কিনতেই হাঁপিয়ে উঠল ক্রেতা।

advertisement

আরও পড়ুন: শুধু তালের বড়া নয়, জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দিন বাড়িতে বানানো তালের মিষ্টি! রইল রেসিপি

জন্মাষ্টমী পূজোর আয়োজনে বাজারে গিয়ে রীতিমত চক্ষু চড়কগাছ ক্রেতাদের। এমন তালের চড়া বাজার আগে দেখেনি বলেই জানালেন অনেকে। তবে এবার বেশ কিছুদিন আগে থেকেই তালের খোঁজ শুরু হয় গ্রামাঞ্চলে। অনেকাংশেই দেখা গিয়েছিল গাছ থেকে তালের কাঁধি কেটে স্টক করা হয়েছিল। কিন্তু চাহিদার তুলনায় নামমাত্র।

advertisement

View More

আরও পড়ুন: রেললাইনে কাজের জন্য বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, আপনার ট্রেনের কী খবর?

তালের যোগান বাজারে সেভাবে দেখা মেলেনি। তালের দাম শুনে পকেট থেকে টাকা বের করতে না করতেই তালের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। শেষমেশ চড়া দাম দিয়েও তাল অমিল। একটি তাল কয়েকজন মিলে ভাগাভাগি করে নিতেও দেখা গেল বাজারে। একদিকে পাকা তালের সময় থেকে পিছিয়ে জন্মাষ্টমী পুজো। তবে অন্যতম কারণ হল ক্রমশ তাল গাছের সংখ্যা কম হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Janmashtami 2023: তাল কিনতে নাকাল! জন্মাষ্টমীতে ৩০ টাকার তাল বিকোচ্ছে ৩০০ কোথাও ৫০০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল