জানা গিয়েছে, এদিন হঠাৎই ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। তড়িঘড়ি ছুটে আসেন তাঁরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাধিক ঘরে। গৃহস্থের প্রায় সমস্ত জিনিসপত্রই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও পড়ুনঃ সাইকেল চালাতে যাওয়াই কাল হল! বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার দ্বিতীয় শ্রেণির ছাত্রীর দেহ
advertisement
জঙ্গিপুরে আগুনে পুড়ে ছারখার বাড়ি
যদিও ততক্ষণে বাড়ির আসবাবপত্র, পোশাক, ইলেকট্রনিক সামগ্রী সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ হিসাবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার পর দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাঁদের দাবি, ফোন করার পরও দমকল আসতে অনেক দেরি করেছে। ফলে ক্ষয়ক্ষতি বেড়েছে বহুগুণে। দমকল আরও আগে এসে পৌঁছলে ক্ষতির পরিমাণ কম হতে পারত। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
