TRENDING:

জঙ্গলমহলে আজ 'মহারণ', বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তপ্ত রাজনীতির হাওয়া

Last Updated:

পাখির চোখ পঞ্চায়েত ভোট। নজরে আদিবাসী ভোট। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, বাঁকুড়া: ১৫ নভেম্বর। আজ, মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিন। দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করছে পদ্ম শিবির। আদিবাসী অধ্যুষিত এলাকায় শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে গেরুয়া শিবির।
জঙ্গলমহলে আজ 'মহারণ', বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তপ্ত রাজনীতির হাওয়া
জঙ্গলমহলে আজ 'মহারণ', বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তপ্ত রাজনীতির হাওয়া
advertisement

বঙ্গ বিজেপির পক্ষ থেকে জনজাতি গৌরব দিবস পালন হিসেবে বঙ্গ বিজেপির দুই মুখ সুকান্ত- শুভেন্দুর জোড়া কর্মসূচি জঙ্গলমহলে। বীরসা মুন্ডার জন্ম দিবসে একদিকে যখন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরে ঠিক তখনই গোপীবল্লভপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে বাঁকুড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি ঘিরে সরগরম জঙ্গলমহল।

advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসীদের মন পেতেই বীরসা মুন্ডার আবেগকে হাতিয়ার করে আসরে শাসক-বিরোধী শিবির। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে আদিবাসী অস্ত্রে শান দুই ফুল শিবিরের। পঞ্চায়েত নির্বাচনের আগে দুই শিবিরের তরফে কী বার্তা দেওয়া হয় তা শোনার জন্যই  উদগ্রীব হয়ে রয়েছে রাজনৈতিক মহল।পারদ চড়ছে।

আরও পড়ুন- রাজ্যজুড়ে শীতের আমেজ, কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে

advertisement

২০২৩-এ পঞ্চায়েত ভোট। গ্রাম দখলের লড়াই। দুই ফুলের নজরে আদিবাসী ভোট। সভা, পাল্টা সভা। তৃণমূল বনাম বিজেপি। আর রাজনৈতিক তৎপরতা বাড়তেই শীতের জঙ্গলমহল গরম। রাজ্যে এসটি সংরক্ষিত বিধানসভা আসন ১৬ টি। ২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে ১৩টি আসনে এগিয়ে ছিল বিজেপি। তৃণমূল এগিয়ে ছিল মাত্র তিনটিতে। একুশের বিধানসভা ভোটে হারানো জমি অনেকটাই উদ্ধার করে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে তাই আদিবাসী অস্ত্রে শান দিতেই বিরসা মুন্ডার জন্মদিনকে সামনে রেখে শাসক-বিরোধীর নজরে জঙ্গলমহল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

আরও পড়ুন- ‘এক ডাকে অভিষেক’ নিয়ে আজ রিভিউ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

একুশের ভোটে এসটি সংরক্ষিত ৯টি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপি পায় ৭টি আসন । এবার সামনে পঞ্চায়েত ভোট। দুই ফুলেরই টার্গেট এসটি ভোট। একই দিনে মমতা- সুকান্ত- শুভেন্দু, এই তিন হেভিওয়েটদের রাজনৈতিক কর্মসূচি ঘিরে শীতের জঙ্গলমহলে রাজনীতির হাওয়া গরম। মূলত পঞ্চায়েত ভোটে আদিবাসীদের মন পেতেই তৎপর শাসক- বিরোধী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জঙ্গলমহলে আজ 'মহারণ', বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তপ্ত রাজনীতির হাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল