‘এক ডাকে অভিষেক’ নিয়ে আজ রিভিউ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

নিজের সংসদীয় কেন্দ্রের মানুষের মন বুঝে নিতে চান ডায়মন্ড হারবারের সাংসদ। 

এক ডাকে অভিষেক নিয়ে আজ রিভিউ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এক ডাকে অভিষেক নিয়ে আজ রিভিউ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আবীর ঘোষাল, কলকাতা: কেমন চলছে 'এক ডাকে অভিষেক'? জনসাধারণ কী চাইছে। এই বিষয় নিয়ে রিভিউ বৈঠক করবেন আজ, মঙ্গলবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গত জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে পৈলানে জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনার কথা বলেছিলেন তিনি। পাশাপাশি উন্নয়নের খতিয়ান প্রকাশও করা হয়। অভিষেক জানিয়েছিলেন, ২০১৯ সালের ১৮ জুন তিনি সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন। তাই এই দিনটিকেই এক ডাকে অভিষেক কর্মসূচির সূচনা হিসেবেও বেছে নিয়েছেন তিনি।
advertisement
advertisement
অভিষেক বলেছিলেন, “7887778877 নম্বর চালু করলাম। আমার প্রতি এলাকার মানুষ ভরসা রেখেছে। আমার জন্ম কলকাতায় হলেও, আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারে হয়।” শুধু তাই নয়, পরের বার আরও বড় আকারে নিঃশব্দ বিপ্লব করা হবে বলেও ঘোষণা করেন তৃণমূলের এই সাংসদ।অভিষেক বলেছিলেন, “আপনাদের যার যা অভিযোগ, পরামর্শ, গঠনমূলক পরামর্শ সব এই ফোনে আমাকে জানাবেন। আজ থেকে আমি দেওয়াল ভেঙে দিলাম। আজ থেকে আমাকে সরাসরি ফোন করুন। সরকারি সুবিধা, সাহায্য চেয়ে ফোন করুন। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা অবধি আমাকে পাবেন। এই কর্মসূচি ২/৩ মাসের জন্য নয়। ২ বছর চলবে, আপনারা চাইলে ২০ বছর চলবে।” তিনি আরও বলেছিলেন, “কেউ ফোন করতে ইতস্তত করবেন না। ফোন তুলুন আর আমাকে জানান। আমার এক্তিয়ার, সামর্থ্য অনুযায়ী কাজ করব।”
advertisement
কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক আগেও জানিয়েছেন, কোভিডের অজুহাতে ২০২০-২০২১ সালে সংসদ টাকা দেয়নি। “বড় বড় বিজেপি নেতাদের জন্য বিমান, সেন্ট্রাল ভিস্তা এসেছে। আমার টাকা কাটতে হলে আমার মাইনে কাটুন। মানুষের টাকা কাটবেন না। আমি ৩০ কোটি টাকার কাজের পরিসংখ্যান তুলে ধরেছি। জোটবদ্ধ হয়ে হিসাব নিন, আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিন,” আর্জি অভিষেকের। লোকসভা ভোট নিয়ে বিজেপি তথা মোদিকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেছিলেন, “প্রধানমন্ত্রী এই লোকসভা আসনে সভা করেছিলেন। মানুষ পাত্তা দেয়নি৷ তিনি বলেছিলেন আমি হেরে যাব। আমতলাতে আমার দলীয় অফিসে তালা দিয়ে দেবেন। ২০১৪ সালে ৭১ হাজার ভোটে জিতেছিলাম। ২০১৯ সালে তিন লক্ষ বেশি ভোটে জিতেছি।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘এক ডাকে অভিষেক’ নিয়ে আজ রিভিউ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement