দোকানের কর্ণধার সৌমেন দাস বলেন, \”২৫০,৩০০ এবং ৩৫০ টাকা দামের থালি রয়েছে। প্রত্যেকটা থালিতে দারুণ দারুণ মিষ্টি রয়েছে। আর জামাই ষষ্ঠীর জন্য ভাল চাহিদাও রয়েছে।\”ভিন্ন দামের মোট তিন ধরনের থালি রয়েছে। থালির মধ্যে রয়েছে নিত্যনতুন একাধিক মিষ্টি। তবে থালি ছাড়াও বিক্রি হচ্ছে আরও বিভিন্ন ধরনের মিষ্টি। রয়েছে চিলি রসগোল্লা, চকলেট রসগোল্লা, লিচু, আম, কাঁঠাল সহ আরও নানান ধরনের মিষ্টি।
advertisement
উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, ‘বসতে দেবেন, কি দেবেন না?’ এর পর যা হল ট্রেনের কামরায়…!
রাতভর বৃষ্টিতে ভয়াল রূপ তিস্তার! পর্যটকদের জন্য বন্ধ হল সিকিমের দরজা, জারি নির্দেশিকা!
অনেকই এখন ভিড়ও জমাচ্ছেন এই থালি এবং মিষ্টি কেনার জন্য। তবে সবথেকে বেশি চাহিদা রয়েছে জামাই বরণ থালির। এই মিষ্টির থালিই যেন আরও স্পেশাল করে তুলবে জামাই ষষ্ঠীকে। স্বভাবতই আশা করা যায় জামাইরাও এই থালি দেখে অনেকটাই খুশি হবে। এক ক্রেতা বলেন, \”বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, তবে এই থালি একেবারে নতুনত্ব। জমাইরাও অত্যন্ত খুশি হবে।\”
প্রত্যেক বছরই বর্ধমান শহরের এই মিষ্টির দোকানের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবে তৈরি হয় বিশেষ মিষ্টি। সেরকমই জামাই ষষ্ঠীর কথা মাথায় রেখে এবার তৈরি হয়েছে জামাই বরণ থালি। এই থালি বিক্রিও হচ্ছে দেদার। সবমিলিয়ে জামাই ষষ্ঠীর জন্য বর্ধমানে হিট জামাই বরণ থালি।
বনোয়ারীলাল চৌধুরী