TRENDING:

Jamai Sasthi Special Sweets: জামাইষষ্ঠীতে চেটেপুটে সাফ হবে থালা, জামাই আদরে এবার পাতে রাখুন চকলেট পোহা পিঠে ও লাড্ডু! কোথায় পাবেন?

Last Updated:

Jamai Sasthi Special Sweets: এবারের জামাইষষ্ঠীতে তার তৈরি স্পেশাল চকলেট পোহা পিঠে মিষ্টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এলাকায়। পাশাপাশি, চকলেট দিয়ে তৈরি বিশেষ লাড্ডুও এবার নতুন জামাইদের মিষ্টিমুখে বাজার দখল করবে বলেই মনে করছেন দোকান মালিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এবার জামাইষষ্ঠীতে জামাই আদরে, পাতে পড়তে চলেছে এই বিশেষ চকোলেট মিষ্টি। ইতিমধ্যেই এই মিষ্টি তৈরির জন্য কারিগর রত্ন সম্মান পেয়েছেন অশোকনগরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী দীপক পাল।
advertisement

এক স্বনামধন্য চকোলেট কোম্পানির তরফ থেকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয় অশোকনগর কল্যাণগড় বাজারের বিখ্যাত মিষ্টির দোকান পাল সুইটস এর মালিক দীপক বাবুকে। এবারের জামাইষষ্ঠীতে তার তৈরি স্পেশ্যাল চকোলেট পোহা পিঠে মিষ্টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এলাকায়।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

advertisement

পাশাপাশি, চকোলেট দিয়ে তৈরি বিশেষ লাড্ডুও এবার নতুন জামাইদের মিষ্টিমুখে বাজার দখল করবে বলেই মনে করছেন দোকান মালিক। বিশেষ প্রক্রিয়ায় তৈরি চকোলেট ব্যবহার করে এই সন্দেশ এখন চেখে দেখছেন অনেকেই। কম মিষ্টির এই চকলেট পোহা পিঠে ও চকলেট লাড্ডু  এবার খেতে পারবেন সব বয়সের জামাইরাই।

View More

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

advertisement

এই চকলেটের গোটা মিষ্টির দাম রাখা হয়েছে ৩০ টাকা এবং হাফ চকলেট পোহা পিঠের দাম রাখা হয়েছে ১৫ টাকা, আর চকলেট লাড্ডুও বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। ইতিমধ্যেই জামাইষষ্ঠীর আগে বেশ কিছু অর্ডারও মিলেছে এই বিশেষ মিষ্টির। দোকানের অন্যান্য মিষ্টির থেকে এখন অনেকাংশেই তাই বেশি বিক্রি হচ্ছে নতুন ধরনের এই চকলেটের দুটি আইটেম। ক্রেতারাও বেশ খুশি এই নতুন ধরনের মিষ্টি পেয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi Special Sweets: জামাইষষ্ঠীতে চেটেপুটে সাফ হবে থালা, জামাই আদরে এবার পাতে রাখুন চকলেট পোহা পিঠে ও লাড্ডু! কোথায় পাবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল