বাজারের সেরা সিজন ফল আম, লিচু, কলা সহ বিভিন্ন সিজন ফল কেনার হিড়িক দেখা যায় প্রায় সর্বত্র। বাঙালি বনেদি বাড়িগুলিতে আজও দেখা যায় জামাই ষষ্ঠী মানে সকলে একত্রিত হয়ে খাবারে এলাহী আয়োজন। তাই এই সময় একটু বেশি পরিমাণ ফল কিনতে বাজারমুখী হয়ে থাকে। বাজারের সেরা জিনিস এবং দামেও প্রায় অর্ধেক বা তারও কম দামে মিলতে পারে একটু বেশি পরিমাণ নিলেই। হাওড়ার পাইকারি সবজীবাজার ধুলোগড়ে রয়েছে বড় আম লিচুর বাজার। কম দামে পছন্দের আম লিচু কিনতে হলেই চলে আসতে পারেন এখানে। একটু বেশি পরিমাণ নিলেই দাম প্রায় অর্ধেক।
advertisement
আরও পড়ুন: বাংলাদেশর ইলিশ নয়…, জামাইষষ্ঠীতে ভরসা ‘মায়ানমারের’ ইলিশ! ১ কেজির দাম কত? চমকে যাবেন শুনলে!
জামাইষষ্ঠী ও দশহরা মানেই ফলের উৎসব। এই ফলের উৎসবের কয়েক দিন আগে থেকেই বাজারে আম, লিচু, কলার মতো বিভিন্ন ফলের দারুণ চাহিদা। সারা বছর বিভিন্ন সময় ফলের চাহিদা থাকলেও এই সময় সিজন ফলের চাহিদা থাকে অন্যমাত্রায়। তাই এই সময় অন্যান্য সময়ের থেকে জিনিসের দামও একটু বেশি দিয়ে কিনতে হয়। সেই দিক থেকে এবার আমের বাজার দর কম হলেও, খোলা মার্কেটে লিচুর যে দাম রীতিমতো ছ্যাঁকা খাওয়ার মতো। তাই অনেকে বিভিন্ন বাজার ঘুরে জিনিস কিনে থাকেন। বিশেষ করে যাদের একটু বেশি প্রয়োজন, বিভিন্ন বাজারে দাম যাচাই করে কিনতেই হয়। সেই সব ক্রেতাদের জন্য আদর্শ হতে পারে হাওড়ার ধুলোগড় পাইকারি সবজি বাজার। এখানে সবজির মতো ফল সহ অন্যান্য জিনিসের পাইকারি বাজার, একটু বেশি পরিমাণ অর্থাৎ পাইকারি জিনিস কিনলে প্রায় অর্ধেক দামে সাশ্রয় হতে পারে।
আরও পড়ুন: প্রশাসনকে বলেও হয়নি, ৮০ হাজার টাকা চাঁদা তুলেও হচ্ছে না! হাসপাতাল রোড আজও রয়ে গেল ‘হাসপাতালেই’
এছাড়াও অনেকেই সিজন জিনিসের ব্যবসা করে থাকেন। অনেকেই রয়েছেন সারা বছরে দু-একমাস ব্যবসা করে মোটা টাকা উপার্জন করছেন এখান থেকে পাইকারি দামে জিনিস কিনে অন্যত্র বিক্রি করে।
রাকেশ মাইতি