Howrah News: প্রশাসনকে বলেও হয়নি, ৮০ হাজার টাকা চাঁদা তুলেও হচ্ছে না! হাসপাতাল রোড আজও রয়ে গেল 'হাসপাতালেই'

Last Updated:

কোনভাবেই হাল ফিরছে না হাসপাতাল রোডের

+
বেহাল

বেহাল রাস্তা

হাওড়া: ভাঙা রাস্তা, নর্দমার জলে ভাসছে এলাকা, দুর্ভোগ কমাতে স্থানীয় মানুষ ৮০ হাজার টাকা চাঁদা তুলে সহযোগিতা করলেও রাস্তা রয়ে গেছে বেহাল অবস্থাতেই! বাঁকড়া তিন নং পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া রসিকল সরদারপাড়া এলাকায়। এই বর্ষায় ভাঙা রাস্তায় জল জমে বিপজ্জনক রূপ নিয়েছে। ব্যস্ততম রাস্তা প্রতিদিন অসংখ্য সাইকেল, বাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। এই রাস্তা হসপিটাল রোডও বলেও পরিচিত। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যাতায়াতের প্রধান রাস্তা এটি।
দীর্ঘদিন মেরামত রাস্তাটি হয়নি, ফলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের কথায় গত এক দশকেরও বেশি সময় রাস্তার বেহাল দশা। নতুন রাস্তা তো দূর, ঠিকমত মেরামত হয়নি। প্রতিদিন এই রাস্তার ওপর দিয়ে স্কুল ও কলেজের বহু ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্স যাতায়াত করে।
advertisement
advertisement
সব মিলিয়ে হাজার হাজার মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। বারংবার রাস্তা মেরামতির দাবি জানিয়েও কাজ হয়নি। কিছুদিন আগেই, নিকাশি সমস্যা দূর করতে স্থানীয় মানুষ চাঁদা তুলে ভাঙা রাস্তার পার্শ্ববর্তী নালা পরিষ্কার করা হলেও সরকারিভাবে রাস্তা মেরামতির কাজ হয়নি। ফলে এলাকার মানুষ ক্ষুব্ধ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
নতুন রাস্তা তৈরি করতে পঞ্চায়েতে অফিসে আবেদন জানান স্থানীয় মানুষরা। বারংবার অবরোধ ও আবেদন করার পর প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজ হয়নি। বর্ষায় আরও বিপজ্জনক রূপ নিয়েছে বাঁকড়া রসিকল এলাকার রাস্তা। একটু বৃষ্টি হলেই ক্ষতবিক্ষত রাস্তায় জল জমে টোটো, বাইক দুর্ঘটনার কবলে পড়ছে। যাত্রী আহত হবার ঘটনা মাঝেমধ্যে। যদিও স্থানীয় মানুষকে ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রশাসনকে বলেও হয়নি, ৮০ হাজার টাকা চাঁদা তুলেও হচ্ছে না! হাসপাতাল রোড আজও রয়ে গেল 'হাসপাতালেই'
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement