TRENDING:

Durga Puja 2025: বাংলায় বসেই রাজস্থানের স্বাদ! জয়পুরের মস্ত বিড়লা মন্দির এবার বর্ধমানেই, রাজকীয় স্থাপত্যে চোখ ধাঁধানো আলোকসজ্জা

Last Updated:

Burdwan Durga Puja: বিড়লা মন্দির দর্শন করতে আর যেতে হবে না রাজস্থান, এখন বর্ধমানেই দেখতে পাবেন জয়পুরের বিড়লা মন্দির। এক নজরে দেখে আপনি বুঝতেই পারবনে না যে এটি রাজস্থানের বিড়লা মন্দির নাকি কোন দুর্গাপুজোর মণ্ডপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: বিড়লা মন্দির দর্শন করতে আর যেতে হবে না রাজস্থান, এখন বর্ধমানেই দেখতে পাবেন জয়পুরের বিড়লা মন্দির। বর্ধমান শহর থেকে জিটি রোড ধরে উল্লাসের দিকে গেলেই বড় নীলপুর এলাকায় আপনার চোখে পড়বে এই মন্দির। নিপুন শিল্পকলার মধ্যে ফুটিয়ে তোলা কাজ এক নজরে দেখে আপনি বুঝতেই পারবনে না যে এটি রাজস্থানের বিড়লা মন্দির নাকি কোন দুর্গাপুজোর মণ্ডপ।
advertisement

কলকাতার বড় বড় পুজোগুলোকে টক্কর দিচ্ছে পূর্ব বর্ধমান জেলার পুজোগুলি। মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, ব্যবস্থাপনা থেকে শুরু করে কোন না কোন দিকে এগিয়ে এক-একটি পুজো। ৬৪’তম বর্ষে বর্ধমান শহরের লাল্টু স্মৃতি সংঘের এবারের থিম রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দির।

আরও পড়ুনঃ আমেরিকার মাটিতে ঢাকের বাদ্যি, মন্ত্রোচ্চারণ! কুমোরটুলির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা, কানেকটিকাটে মহাষষ্ঠী জমজমাট

advertisement

কয়েক মাস সময় ধরে কলকাতার শিল্পীরা তাদের নিপুণ শিল্পকর্ম দিয়ে তৈরি করেছেন এই মণ্ডপ। যা দেখলে আপনিও বুঝতে পারবেন না যে এটি কোন মন্দির নাকি কোন পুজো মণ্ডপ। মণ্ডপ তৈরি করেছেন কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী, যিনি সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন।

আরও পড়ুনঃ মহাষষ্ঠীর সকালে মণ্ডপে হাজির জ্যান্ত দুর্গা, লক্ষ্মী, গনেশ…! মানব পুজোর এক অভিনব দৃশ্য! অনাথ অশ্রমের পুজোয় মন ভাল করা দৃশ্য

advertisement

ক্লাবের সম্পাদক জানান, ‘আমরা সারাবছর অপেক্ষা করে থাকি ভাল কিছু উপহার দেব দর্শনার্থীদের।আমাদের এই বছরের থিম রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দির। আপনার দেখলে মনে হবে রাজস্থানের বিড়লা মন্দির বর্ধমান এ চলে এসেছে। তিনি আরও জানান সারাবছর আমরা সামাজিক কাজ করি কিন্তু পুজোর সময়ে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি না কারণ এখানে এত ভিড় হয় সেই ভিড় সামলাতেই হিমশিম খেয়ে যাই’।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্ধমানের বুকেই অনুভব করুন রাজস্থানের জয়পুর বিড়লা মন্দিরের সেই রাজকীয় স্থাপত্য ও নিপুণ শিল্পকলার ছোঁয়া। এই মণ্ডপসজ্জা আপনার পুজোর অভিজ্ঞতাকে করে তুলবে নিঃসন্দেহে স্মরণীয়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বাংলায় বসেই রাজস্থানের স্বাদ! জয়পুরের মস্ত বিড়লা মন্দির এবার বর্ধমানেই, রাজকীয় স্থাপত্যে চোখ ধাঁধানো আলোকসজ্জা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল