কলকাতার বড় বড় পুজোগুলোকে টক্কর দিচ্ছে পূর্ব বর্ধমান জেলার পুজোগুলি। মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, ব্যবস্থাপনা থেকে শুরু করে কোন না কোন দিকে এগিয়ে এক-একটি পুজো। ৬৪’তম বর্ষে বর্ধমান শহরের লাল্টু স্মৃতি সংঘের এবারের থিম রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দির।
advertisement
কয়েক মাস সময় ধরে কলকাতার শিল্পীরা তাদের নিপুণ শিল্পকর্ম দিয়ে তৈরি করেছেন এই মণ্ডপ। যা দেখলে আপনিও বুঝতে পারবেন না যে এটি কোন মন্দির নাকি কোন পুজো মণ্ডপ। মণ্ডপ তৈরি করেছেন কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী, যিনি সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন।
ক্লাবের সম্পাদক জানান, ‘আমরা সারাবছর অপেক্ষা করে থাকি ভাল কিছু উপহার দেব দর্শনার্থীদের।আমাদের এই বছরের থিম রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দির। আপনার দেখলে মনে হবে রাজস্থানের বিড়লা মন্দির বর্ধমান এ চলে এসেছে। তিনি আরও জানান সারাবছর আমরা সামাজিক কাজ করি কিন্তু পুজোর সময়ে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি না কারণ এখানে এত ভিড় হয় সেই ভিড় সামলাতেই হিমশিম খেয়ে যাই’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ধমানের বুকেই অনুভব করুন রাজস্থানের জয়পুর বিড়লা মন্দিরের সেই রাজকীয় স্থাপত্য ও নিপুণ শিল্পকলার ছোঁয়া। এই মণ্ডপসজ্জা আপনার পুজোর অভিজ্ঞতাকে করে তুলবে নিঃসন্দেহে স্মরণীয়।