TRENDING:

Purulia News: শীতে পুরুলিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে গুড় বাদাম! বিক্রেতার মাসিক আয় শুনলে অবাক হবেন

Last Updated:

শীতে পুরুলিয়ায় ট্রেন্ডিং-এ চলছে ভিন রাজ্যের এই খাবার, কত টাকা কেজি জানুন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: শীত মানেই কনকনে ঠান্ডা আর গুড়ের গন্ধ। এই সময় সর্বত্র দেখতে পাওয়া যায় গুড়ের তৈরি রকমারি খাবার। এ বছর শীতে পুরুলিয়ায় নজর কাড়ছে মুরাদাবাদের গুড় বাদাম। আর এই গুড়বাদাম বিক্রি করেই লক্ষীলাভ করছে এক বাদাম বিক্রেতা।
advertisement

মুরাদাবাদ থেকে তৈরি হয়ে আসে এই গুড়বাদাম। যা কিনতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই গুড়বাদাম। খেতেও দারুণ সুস্বাদু। এই গুড়বাদাম বিক্রি করেই প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন ওই বিক্রেতা। এর মধ্যে দিয়েই তিনি স্বনির্ভরতার পথ পেয়েছেন।

আরও পড়ুন: শুক্রের ৪ বার গোচর, ডিসেম্বরেই সোনায় মুড়বে ৫ রাশির কপাল! হু হু করে বাড়বে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স, ‘২৬ সাল আসার আগেই সৌভাগ‍্যের শিখরে

advertisement

এ বিষয়ে বাদাম বিক্রেতা আরবাজ খান বলেন, ইউপির মুরাদাবাদ থেকে তিনি এসেছেন। তিনি প্রতিবছর শীতের এই সিজনে পুরুলিয়ায় আসেন। ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকেন তারপর বাড়ি ফিরে যান। ছোলা , বাদাম , গুড়বাদাম বিভিন্ন জিনিস নিয়ে তিনি বিক্রি করেন।

তার মধ্যে সবথেকে বেশি চাহিদা থাকে গুড় বাদামের। ২৫০ টাকা প্রতি কেজি হিসাবে তিনি এই গুড় বাদাম বিক্রি করেন। মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা গুড় বাদাম বিক্রি করে আয় করেন তিনি। এখানকার মানুষ এই গুড় বাদাম কিনতে খুবই পছন্দ করেন।

advertisement

আরও পড়ুন: ভারতের হামলার ৬ মাস পরেও শেষ হল না বিমানঘাঁটি মেরামতির কাজ! পাকিস্তানের স্যাটেলাইট ছবি প্রকাশ‍্যে আসতেই তোলপাড়

এ বিষয়ে ওই দোকানে গুড় বাদাম কিনতে আসা এক ক্রেতা রাজু গড়াই বলেন, তিনি এই প্রথমবার গুড় বাদাম কিনলেন।‌ এর আগে তিনি এই ধরনের গুড়বাদাম দেখেননি। একেবারে ইউনিক দেখতে বলেই তিনি এই গুড়বাদাম কিনতে এসেছেন। শীতের সময়তেই এই ধরনের খাবার পাওয়া যায় মুরাদাবাদের এই গুড়বাদাম যথেষ্ট সাড়া ফেলেছে সব জায়গাতেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিশুদের যোগাসন থেকে বড়দের পেশিশক্তির প্রদর্শনী, বারাসাতে গ্র্যান্ড বডি বিল্ডিং শো
আরও দেখুন

শুধু পুরুলিয়ার শহর নয় জেলার অন্যান্য জায়গা থেকেও ক্রেতারা ভিড় করছেন এই বাদাম কিনতে। পুরুলিয়া শহরের সাহেব বাঁধের কাছেই এই গুড় বাদাম বাদাম বিক্রি হতে দেখা যাচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: শীতে পুরুলিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে গুড় বাদাম! বিক্রেতার মাসিক আয় শুনলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল