রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর হাতে পৌঁছে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার প্রসিদ্ধ একটি মিষ্টির দোকানে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। দিন রাত এক করে কর্মযজ্ঞ চলছে।
আরও পড়ুন: বোলপুরের রাস্তায় হঠাৎ দেখা অরিজিৎ সিংয়ের! ব্যাপারটা কী? আসল ঘটনা জানাজানি হতেই তোলপাড়
advertisement
এই প্রসিদ্ধ মিষ্টি দোকান থেকেই একেবারে প্যাকেটজাত হয়ে সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাচ্ছে এলাকার দুয়ারের রেশন প্রকল্পের রেশন ডিলারের হাতে। এরপরে দুয়ারে রেশন থেকে এই প্রসাদ পৌঁছে যাবে এলাকাবাসীদের ঘরে ঘরে। এই প্রসিদ্ধ মিষ্টির দোকানে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরে সুপরিচিত প্রসাদ প্যারা ও গজা।
বীণাপাণি মিষ্টান্ন ভাণ্ডারে প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী তিনি জানান, প্রসাদ প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে স্থানীয় বিডিও এবং রেশন ডিলারগুলির হাতে। এ বিষয়ে এক কারিগর তিনি বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে। দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে।
সুমন সাহা