High Court on Group C Group D Allowance: গ্রুপ C-গ্রুপ D-র চাকরিহারাদের এখনই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার, স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের! বড় খবর

Last Updated:
High Court on Group C Group D Allowance: গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিহারাদের ভাতা সিদ্ধান্তে শুক্রবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বড় খবর, এবার কী হবে?
1/8
এসএসসি-র চাকরিহারাদের ভাতা দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। গত সপ্তাহে ভাতা মামলার শুনানি শেষ হয়।
এসএসসি-র চাকরিহারাদের ভাতা দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। গত সপ্তাহে ভাতা মামলার শুনানি শেষ হয়।
advertisement
2/8
গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিহারাদের ভাতা সিদ্ধান্তে শুক্রবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিহারাদের ভাতা সিদ্ধান্তে শুক্রবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
3/8
আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ ৪ সপ্তাহের মধ্যে। নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তাঁর দু সপ্তাহের মধ্যে পাল্টা বক্তব্য জানাবে আবেদনকারীরা।
আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ ৪ সপ্তাহের মধ্যে। নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তাঁর দু সপ্তাহের মধ্যে পাল্টা বক্তব্য জানাবে আবেদনকারীরা।
advertisement
4/8
১৩ জুন, ২০২৫ গ্রুপ সি ও গ্রুপ ডি ভাতা সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আরও একজোড়া মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট।
১৩ জুন, ২০২৫ গ্রুপ সি ও গ্রুপ ডি ভাতা সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আরও একজোড়া মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট।
advertisement
5/8
শিশির বিশ্বাস ও সোমনাথ মণ্ডলের মামলার রায়দান শীঘ্রই হবে জানিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। জনগণের করের টাকায় ভাতা সিদ্ধান্ত। যে কোনও নাগরিক ভাতা সিদ্ধান্তে অখুশি হলে আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করতে পারেন।
শিশির বিশ্বাস ও সোমনাথ মণ্ডলের মামলার রায়দান শীঘ্রই হবে জানিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। জনগণের করের টাকায় ভাতা সিদ্ধান্ত। যে কোনও নাগরিক ভাতা সিদ্ধান্তে অখুশি হলে আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করতে পারেন।
advertisement
6/8
মামলাকারীদের আইনজীবীর কথায়, ''এসএসসি সুপ্রিম কোর্ট জাজমেন্ট বিরোধী কোনও পদক্ষেপ আইনসভা নিতে পারে না। ২০২৩ NHPC মামলার রায়ে তা সুনির্দিষ্ট করা আছে।'' এর আগেও একজোড়া মামলা শুনান শেষ করে রায়দান স্থগিত রেখেছে একই আদালত। ওই মামলায় বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, 'বাড়িতে বসে বসে কীভাবে ভাতা? ভাতার প্রতিদানে রাজ্যকে কী দেবে প্রাপকরা?'
মামলাকারীদের আইনজীবীর কথায়, ''এসএসসি সুপ্রিম কোর্ট জাজমেন্ট বিরোধী কোনও পদক্ষেপ আইনসভা নিতে পারে না। ২০২৩ NHPC মামলার রায়ে তা সুনির্দিষ্ট করা আছে।'' এর আগেও একজোড়া মামলা শুনান শেষ করে রায়দান স্থগিত রেখেছে একই আদালত। ওই মামলায় বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, 'বাড়িতে বসে বসে কীভাবে ভাতা? ভাতার প্রতিদানে রাজ্যকে কী দেবে প্রাপকরা?'
advertisement
7/8
গ্রুপ সি চাকরিহারাদের ২৫০০০ ও গ্রপ ডি চাকরিহারাদের ২০০০০ টাকা ভাতার সিদ্ধান্ত রাজ্য শ্রম দফতরের। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই মামলা হয় হাইকোর্টে। (রিপোর্টার-- অর্ণব হাজরা)
গ্রুপ সি চাকরিহারাদের ২৫০০০ ও গ্রপ ডি চাকরিহারাদের ২০০০০ টাকা ভাতার সিদ্ধান্ত রাজ্য শ্রম দফতরের। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই মামলা হয় হাইকোর্টে। (রিপোর্টার-- অর্ণব হাজরা)
advertisement
8/8
আবেদনকারদের দাবি ছিল, বেআইনি নিয়োগ চাপা দিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, 'আদালতের এই নির্দেশের ফলে রাজ্য সরকার এখনই আর ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না।'
আবেদনকারদের দাবি ছিল, বেআইনি নিয়োগ চাপা দিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, 'আদালতের এই নির্দেশের ফলে রাজ্য সরকার এখনই আর ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না।'
advertisement
advertisement
advertisement