TRENDING:

Rath Yatra 2025: সম্পূর্ণ নিমকাঠে তৈরি, জঙ্গিপুরের বাপ্পার জগন্নাথ দেব পাড়ি দিচ্ছে বিদেশে

Last Updated:

জগন্নাথ দেব: জঙ্গিপুরের যুবকের হাতের তৈরি নিমকাঠের মহাপ্রভু জগন্নাথ দেব বিদেশে পাড়ি দিয়েছে রথযাত্রার আগেই। রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের তেঘরি গ্রামের যুবক সুদীপ দাস ওরফে বাপ্পা প্রভু। নিমকাঠ দিয়ে তৈরি করেন জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: শুক্রবার রথযাত্রা। জগন্নাথের রথযাত্রা ভক্তদের কাছে একটা আবেগ। এবার জঙ্গিপুরের যুবকের হাতের তৈরি নিমকাঠের মহাপ্রভু জগন্নাথ দেব বিদেশে পাড়ি দিয়েছে রথযাত্রার আগেই। রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের তেঘরি গ্রামের যুবক সুদীপ দাস ওরফে বাপ্পা প্রভু। নিমকাঠ দিয়ে তৈরি করেন জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি। তাঁর তৈরি এই মূর্তি দেশের গণ্ডি ছাড়িয়ে এখন পাড়ি দিয়েছে বিদেশের বিভিন্ন জায়গায়। দেশ বিদেশের রথযাত্রায় বাপ্পার তৈরি মহাপ্রভুর বিগ্রহ পূজিত হতে চলেছে এবার। তাতেই খুশি বাপ্পা।
advertisement

বাপ্পা দাসের তৈরি বলরাম, সুভদ্রা-সহ মহাপ্রভুর কাঠের জগন্নাথ দেব প্রাণ পেয়ে থাকেন এই রথযাত্রা উৎসবে। কাঠ কেটে বিভিন্ন সাইজের জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি করেন বাপ্পা। পনেরো বছর বয়সে মূর্তি তৈরীতে হাতেখড়ি। প্রথম দিকে দেখে দেখে জগন্নাথের মূর্তি তৈরি করতেন, এখন আর দেখতে হয়না। ভক্তকে দিয়ে ভগবান যেন নিজেই তৈরি করিয়ে নেন তাঁর মূর্তি। প্রভু নিজেই প্রাণ দেন তাঁর বিগ্রহে।

advertisement

আরও পড়ুনঃ রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম…! রথে দিঘা রুটে চলবে স্পেশ্যাল ট্রেন! কোন স্টেশনে কখন টাইম, জানুন

বাপ্পা দাসের কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা বর্তমানে পাড়ি দিয়েছে আমেরিকা, নিউইয়র্ক, অস্ট্রেলিয়া। এছাড়াও নেপাল, মালয়েশিয়া ও বাংলাদেশে রওনা দিয়েছে। এছাড়া এবছর এদেশের অন্ধপ্রদেশ, ওড়িশা, হায়দ্রাবাদ, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ রওনা দিয়েছে। বাপ্পা খুব খুশি বৃন্দাবনের এক ব্যক্তি ৪০ সেটের মহাপ্রভুর বিগ্রহের বরাত দেওয়ায়। গত বছর রথের আগে বাপ্পা ৫০ সেটের মহাপ্রভুর বিগ্রহের বরাত পেয়েছিলেন। এবার সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে দ্বিগুণ। এই কাজে বাপ্পা দাসকে সাহায্য করেন তাঁর স্ত্রী অঙ্কিতা। জগন্নাথ দেবের বিভিন্ন পোশাক তৈরি করে দেন স্ত্রী অঙ্কিতা।

advertisement

View More

বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন মাস থেকে শুরু করে রথযাত্রার পর্যন্ত প্রচুর বায়না থাকে এই মূর্তি তৈরি করার। বাপ্পা জানিয়েছেন, ২০০৯ সাল থেকে জগন্নাথদেবের সেবা করছেন। প্রথমে শিশু কাঠ নিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতেন। তারপর থেকে এখনও চলছে। মুর্শিদাবাদ জেলা থেকে এই জগন্নাথ দেব বিভিন্ন দেশে পাড়ি দেন। ফলে বিদেশের ভক্তরাও জগন্নাথ দেবকে পাচ্ছেন। পাশাপাশি কাজের নিরিখে রোজগারও চলছে। ৮ ইঞ্চি মহাপ্রভুর বিগ্রহের দাম ৯ হাজার টাকা। সব থেকে বড় ৪৮ ইঞ্চির বিগ্রহের দাম ১ লক্ষ ৮ হাজার টাকা। বাপ্পা দাসের মহাপ্রভুর মূর্তির বৈশিষ্ট্য হল সম্পূর্ণ নিম কাঠের কোনওরকম জয়েন্ট ছাড়া তৈরি। বিগ্রহে পেরেক ব্যবহার করা হয় না। নিমকাঠ আনা হয় এ রাজ্যের বিভিন্ন কাঠমিল থেকেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রাচীন সাঙ প্রথা...ঐতিহ্য বয়ে চলেছে এখনও! মেয়ের কাঁধে চড়ে চললেন মা জগদ্ধাত্রী
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2025: সম্পূর্ণ নিমকাঠে তৈরি, জঙ্গিপুরের বাপ্পার জগন্নাথ দেব পাড়ি দিচ্ছে বিদেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল