মহা নবমীর পুজোর অন্যতম এক রীতি হল এই ধুনা পোড়া। এ ধুনাপোড়া পালিত হয় কারণ সকলের মঙ্গল কামনায় জন্য। বলা হয় শাস্ত্রমতে অগ্নি জ্যোতি দিয়ে এই ধুনা পোড়ার মধ্যে দিয়ে দেব দেবী দের আহ্বান করা হয়। এতে দেবীর সন্তুষ্ট হলে তিনি আশীর্বাদ দেন। মঙ্গলবার মহানবমী উপলক্ষে ধুনো করা আয়োজন হয়েছিল হুগলির চন্দননগরের আদি হালদারপাড়ায়।
advertisement
আরও পড়ুন: আপনার হাতেও হবে নরম তুলতুলে ফুলকো লুচি! জানুন এই সহজ কৌশল!
হাতের মধ্যে মাটির সরা নিয়ে তার মধ্যে আগুন জেলে এই রীতি পালন করা হয়। পুরোহিত সরার মধ্যে মন্ত্র উচ্চারণ করে ধুনো দেন যার ফলে আগুনের জ্যোতি ফুটে বেরিয়ে আসে আগুনের মধ্যে দিয়ে।আদি হালদার পাড়ার বুড়িমার পুজো প্রায় ৩০০ বছরের প্রাচীন। স্থানীয়দের আশ্বাস এই নবমীর পুজোয় মায়ের কাছে শুদ্ধ মনে কোন প্রার্থনা করলে মা তার মনস্কামনা পূর্ণ করেন।
রাহী হালদার