বর্তমানে রায়দিঘি বিধানসভার ১নং চৌদ্দ রশ্মি রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের পাশেপ জায়গায় সরকারি আইটিআই কলেজ নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন সরকারি আধিকারিকগণ। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা-সহ অন্যান্য ব্যক্তিরা।
অতীতে এই এলাকার ছাত্র-ছাত্রীদের মন্দিরবাজার অথবা কুলপি আইটিআই-এ ভর্তি হতে হত। সেক্ষেত্রে সময় লাগত অনেকটাই। সেজন্য স্থানীয় বাসিন্দারা এই এলাকায় কলেজ তৈরির দাবি জানান।
advertisement
সেই অনুযায়ী রায়দিঘিতে এই কলেজ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। স্পোর্টস কমপ্লেক্সের পাশেই সরকারি জায়গা রয়েছে। ফলে এই কলেজ তৈরির জন্য অসুবিধা হবে না। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে। এই কলেজ তৈরি হলে স্থানীয় এলাকার শিক্ষার্থীরা কারিগরি বিদ্যায় পারদর্শী হয়ে উঠবে বলে জানিয়েছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। এই ঘটনায় খুশি স্থানীয়রা।
নবাব মল্লিক