ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পেশা নিয়ে পরিকল্পনা উদ্বুদ্ধ করতে কয়েক বছর ধরে আরামবাগ মহকুমা প্রশাসন এবং জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন বিষয়ে আলোচনার আয়োজন হচ্ছে। সোমবার আরামবাগের রবীন্দ্রভবনে মহাকাশ বিজ্ঞান শিক্ষা ও কর্মজগতের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা আয়োজিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কলকাতা রিজিয়নের রিমোট সেন্টিং সেন্টারে দুই বিজ্ঞানী আরতি পাল এবং প্রবীর কুমার দাস। দৈনন্দিন জীবনে মহাকাশ বিজ্ঞান কতটা কাজের এবং ছাত্র-ছাত্রীরা কীভাবে মহাকাশ বিজ্ঞানকে পেশা হিসেবে বেছে নিতে পারে তার নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয় সেই সম্বন্ধে সুচারু ধারণা দেন বিজ্ঞানীরা।
advertisement
আরও পড়ুন: ১১৬ বছরের প্রাচীন ইংরেজদের ফুটবল গ্রাউন্ড এখন তৈরি করছে ভারতীয় খেলোয়াড়!
এই বিশেষ আলোচনায় আরামবাগ মহাকুমার ২৮ টি স্কুলের ৩০০-রও বেশি ছাত্রছাত্রী উপস্থিত ছিল। ছাত্রছাত্রীরা কীভাবে মহাকাশ গবেষণাকে নিজের পেশা হিসেবে বেছে নেবে এবং এই পেশায় আসতে গেলে কি কি প্রয়োজন সেই বিষয়ক ধারণা তাদেরকে প্রদান করা হয় এই বিশেষ সভা থেকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে আরামবাগ কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ-অধিকর্তা জানান, গত বছর ৩১ জুলাই ছাত্রছাত্রীদের নিয়ে ইসরোর কলকাতা সেন্টারে শিক্ষামূলক ভ্রমণ করানো হয়েছিল। সেই সময় ছাত্র-ছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ এবং উৎসাহের বিকাশ ঘটানোর লক্ষ্যে আজ আবারও নতুন করেই সেমিনারের আয়োজন।
রাহী হালদার