জানা গিয়েছে, ইসলামপুরে ইন্দিরা মোড়ে গাছ লাগানো কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। কারণ বহু বছর ধরে ওই এলাকায় একটি বকুল গাছ ছিল। কিন্তু বর্তমানে সেই গাছটি শুকিয়ে গিয়েছে। তাই সেখানে একটি নতুন বৃক্ষরোপন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কংগ্রেস কর্মীরা সেখানে গাছ লাগাতে এলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরে তা হাতহাতির রূপ নেয়।
advertisement
আরও পড়ুন : পাড়ার রাস্তায় ৬ ফুটের বিষধর চন্দ্রবোড়া! উদ্ধার করে সটান থানায় হাজির যুবক! তারপর কী ঘটল জানুন
তৃণমূল কর্মীদের অভিযোগ, ওই বকুল গাছটি শুকিয়ে যাওয়ার পরে, সেখানে অন্য গাছ লাগানোর প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। জায়গাটি গাছ লাগানোর জন্য উপযুক্ত করে তুলেছিলেন। অন্যদিকে কংগ্রেস কর্মীদের অভিযোগ, ইন্দিরা মোড়ের ওই জায়গাটির দেখভাল করেন কংগ্রেস কর্মীরা। তাই সেখানে কে গাছ লাগাবে, তাই নিয়ে সমস্যার সূত্রপাত।
আরও পড়ুন : হঠাৎ খিঁচুনি, রাস্তায় কাতরাচ্ছিল শিশুটি! দেখতে পেয়ে যা করলেন আধিকারিক, জানলে অবাক হবেন
সেই কারণেই এদিন দুই দলের সমর্থকদের বচসা শুরু হয়। যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে হস্তক্ষেপ করে। তবে এই ঘটনা দেখে রীতিমতো স্তম্ভিত সকলে। সামান্য বিষয় থেকে যে এভাবে হিংসার সৃষ্টি হতে পারে, তা অনেকেই পরিকল্পনা করতে পারছেন না।