হঠাৎ খিঁচুনি, রাস্তায় কাতরাচ্ছিল শিশুটি! দেখতে পেয়ে যা করলেন আধিকারিক, জানলে অবাক হবেন
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
হঠাৎ করে শিশুটির খিঁচুনি শুরু হয়। দিশেহারা হয়ে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা।
ঝাড়গ্রাম, রাজু সিং: বৈঠক সেরে ফেরার পথে আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলেন এক আধিকারিক। প্রাণ বাঁচল শিশুটির। ঝাড়গ্রামে বৈঠকের উদ্দেশ্যে গিয়েছিলেন বিনপুর এক নম্বর ব্লকের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। বৈঠক সেরে ফেরার পথে ব্লক অফিসে আসার সময় তিনি দেখতে পান, একটি শিশু আহত অবস্থায় রাস্তার পাশে ছটফট করছে।
তিনি তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওই ব্লকের রেভিনিউ অফিসার। প্রথমে শিশুটিকে ভর্তি করা হয় লালগড় হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায়, দ্রুত স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, শিশুটিকে বাইকে করে লালগড় থেকে ঝাড়গ্রাম থেকে নিয়ে আসছিলেন তাঁরা।
আরও পড়ুন : পাড়ার রাস্তায় ৬ ফুটের বিষধর চন্দ্রবোড়া! উদ্ধার করে সটান থানায় হাজির যুবক! তারপর কী ঘটল জানুন
হঠাৎ করে শিশুটির খিঁচুনি শুরু হয়। দিশেহারা হয়ে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা। সেই সময় পথ দিয়ে পারছিলেন ওই ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। তিনি দেখার পর দ্রুত গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন : স্বামীকে ‘ভাই’ সাজিয়ে ভোটার তালিকায় নাম! অবৈধবাস! বাংলাদেশি দম্পতির কারসাজি ফাঁস
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে ওই আধিকারিক খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে এসেছিলেন। সরকারি আধিকারিক যেভাবে ওই পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাতে তাঁকে ধন্যবাদ দিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা। সমাজ বিশেষজ্ঞরা বলছে, এইভাবে সবাই সবার পাশে দাঁড়ালে সব মানুষের জীবনযাত্রা সহজ হয়ে উঠবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 12:17 PM IST