ইতিমধ্যেই শান্তিপুর মেরিনার্স-র পক্ষ থেকে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। শান্তিপুর এলাকার সকল মোহনবাগানপ্রেমীকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য তাঁরা জানিয়েছেন সাদর আমন্ত্রণ। তার ফলেই শান্তিপুরের রাজপথের রঙ শুধুই সবুজ মেরুন। অনেকে দ্বিতীয় হোলি বলেও বলছেন৷
advertisement
উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্টস এই মরশুমের চ্যাম্পিয়ন দল। তারা পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ISL লিগ শিল্ড জিতেছে এবং টানা দ্বিতীয়বার এই শিরোপা জিতে প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছে। এর পাশাপাশি আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে মোহনবাগান।
স্বাভাবিকভাবেই, মোহনবাগানের এই বিজয়ের পরেই ফেটে পড়ে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং এর পাশাপাশি সবুজ মেরুন আবির উড়তে থাকে গোটা বাংলা জুড়ে এবং তারই রেশ এল নদিয়ার শান্তিপুরে।
Mainak Debnath