এই প্রথম বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসরে নামতে দেখা গেল ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভক্তদের। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যেই উত্তাল সমগ্র বাংলাদেশ। সেখানে লক্ষ লক্ষ সনাতনী পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তি দাবিতে।
আরও পড়ুন: মিলছে না খাবার-ওষুধও! বাংলাদেশে ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? প্রাণ হাতে ভারতে ফিরছেন দলে-দলে মানুষ
advertisement
ব্যতিক্রমী চিত্র নয় এদেশেও। পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু রাজ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই সোচ্চার হতে দেখা গিয়েছে বেশ কিছু হিন্দু সংগঠনের পাশাপাশি সনাতন ধর্মালম্বী মানুষজনকে।
এদিন বিকেলে হিন্দুদের অস্তিত্ব রক্ষার আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে ও সনাতনীদের ওপর নির্যাতনের প্রতিবাদে মন্দির নগরী মায়াপুরে প্রতিবাদ মিছিলের পাশাপাশি একটি বিক্ষোভ সভা করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ।
—– Mainak Debnath