ভোট গণনার রাতে তিন আইএসএফ কর্মীর মৃত্যুর পর একাধিকবার ভাঙরে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বারবার পুলিশি বাধায় ব্যর্থ হয়েছিলেন।
অবশেষে বুধবার বিকেলে তিনি ভাঙড়ে নিজের ভাড়া বাড়িতে ঢোকেন। সেখানে দলীয় কর্মীদের মুখে ভাঙড়ের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন।
আরও পড়ুন- নিম্নচাপ ও ভরা কোটাল! ভেসে গেল কপিলমুনির মন্দির চত্বর! গঙ্গাসাগরের ভিডিও ভাইরাল
advertisement
পাশাপাশি পুলিশ দেখে দেখে আইএসএফ কর্মীদের গ্রেফতার করছে বলেও তিনি একাধিক কর্মীদের কাছে থেকে অভিযোগ পান। কর্মীদের সঙ্গে কথা বলার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তখনই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
একইসঙ্গে রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন নওশাদ সিদ্দিকী। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছিলেন।