Viral Video-Rain : নিম্নচাপ ও ভরা কোটাল! ভেসে গেল কপিলমুনির মন্দির চত্বর! গঙ্গাসাগরের ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video-Rain : দক্ষিণ ২৪ পরগনার বকখালি , গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ ,মৌসুনি দ্বীপে পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না!

+
title=

গঙ্গাসাগর: নিম্নচাপে ও কোটালের জোড়া ফালায় প্লাবিত সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলি। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ও কোটালের জোড়া ফালায় সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়া শুরু করেছে। নিম্নচাপ ও কোটালের জেরে উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনার বকখালি , গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ ,মৌসুনি দ্বীপে পর্যটকদের মাইকিং-এর মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা করা হচ্ছে।
এর পাশাপাশি নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির জেরে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। কুলতলি, গোসাবা, মৌসুনি দ্বীপের বালিয়াড়ি সহ একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে কোথাও বা নদী বাঁধ উঠছে এলাকায় নদীর নোনা জল ঢোকা শুরু করেছে।প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা সমুদ্রের নোনা জলে প্লাবিত।
advertisement
advertisement
আরও পড়ুন: 
সাধারণত শ্রাবণ মাসে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় ভিড় জমায় ভিন রাজ্যের পর্যটকেরা। গঙ্গাসাগরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই সকল পর্যটকদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে পাশাপাশি উপকূল তীরবর্তী এলাকার নদী ও সমুদ্র উত্তাল থাকার কারণে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। গত দু’দিন ধরে টানা বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনা একাধিক জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে। সোনারপুর ,বারুইপুর, ক্যানিং ,গোসাবা ,ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গা জলমগ্ন। জমা জলের কারণে সপ্তাহের তৃতীয় দিনে চরম ভোগান্তির মুখে পড়েছে সাধারণ মানুষেরা। প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই জমা জল ছড়ানোর কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Viral Video-Rain : নিম্নচাপ ও ভরা কোটাল! ভেসে গেল কপিলমুনির মন্দির চত্বর! গঙ্গাসাগরের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement