এই টুর্নামেন্ট মোট ১৮০ জন খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পাঁচ দিনের এই টুর্নামেন্টে মোট ২১টি ম্যাচ হয়। তাঁদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বরাবাজার ভিলেজ ফাইটার। রানার্স হয়েছে বোর এসজিআরএম। বিজয়ী দলকে নগদ ৪৫ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। রানার্স দল পেয়েছে নগদ ৩৫ হাজার টাকা ও ট্রফি। তৃতীয় স্থানাধিকারী দলকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
advertisement
বিজয়ী দলের সদস্য আব্বাস আনসারী জানান, এই প্রথমবার তাঁদের টিম বান্দোয়ান বিধানসভা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করল। এই মাঠে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। এতে তাঁরা ভীষণ খুশি। আগামীদিনে এই ধরনের খেলা হলে আরও প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবে বলে মনে করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন এই বিষয়ে বলেন, সারা বছর জঙ্গলমহলের ক্রিকেটাররা এই খেলার অপেক্ষায় থাকে। এই মাঠ থেকে বহু ক্রিকেটার উঠে এসেছে। শুধু পড়াশোনার মধ্যে দিয়ে ভবিষ্যতের ভিত মজবুত হয় না, খেলাধূলার মধ্যে দিয়েও কেরিয়ার তৈরি করা যায়। সেই বার্তাই যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চান তিনি। আগামীদিনে গোটা জেলা জেলার খেলোয়াড়দের নিয়ে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা রয়েছে তাঁর।





