একেবারে আইপিএল এর ধাঁচে নিলামের আয়োজন করা হয়েছিল সেখানে। এই অকেশানে ১০৩ জন প্লেয়ারের নিলাম হয়। এই নিলামে এলাকার ভাল ক্রিকেট প্লেয়ার এবং পাশ্ববর্তী এলাকার ক্রিকেট প্লেয়ারদের নিলাম হয়। যা একেবারে অভিনব ঘটনা। দুপুর থেকে শুরু হওয়া এই নিলাম চলে সন্ধ্যা পর্যন্ত। বিশেষ অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর থানার ওসি সুদীপ মন্ডল।
advertisement
মোট ৬ টি টিমে ৯ জন করে হোম প্লেয়ার থাকবে বাকি থাকবে বাইরের প্লেয়ার। জানুয়ারির ৪ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এই খেলা চলবে। এই এসসিএল এলাকায় খেলাধূলার প্রসার ঘটাবে বলে মনে করেছেন স্থানীয়রা। নিলামের সময় ডিস্প্লেতে ছবি দেখিয়ে প্লেয়ারদের পরিচয় দেওয়া হয়।
আরও পড়ুনঃ Vinod Kambli: গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি! ভর্তি হাসপাতালে, আশঙ্কামুক্ত নন প্রাক্তন ভারতীয় প্লেয়ার!
এরপর সেই প্লেয়ার কিনতে বিড করে টিমগুলি। নিলামের এই বহর দেখে খেলা আরও বড় হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার এসসিএল এর জনপ্রিয়তা কোথায় গিয়ে পৌঁছায়। স্থানীয় ক্রিকেটে এমন নিলামের আয়োজন দেখে খুশি স্থানীয়রা।
নবাব মল্লিক