বর্তমান সময়ে দেশ তথা পৃথিবীজুড়ে যোগার প্রতি আগ্রহ দারুণ ভাবে বৃদ্ধি পেয়েছে। শরীর সুস্থ রাখার পাশাপাশি দেশ-বিদেশে জাঁকজমক করে যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবার মালয়েশিয়ায় আন্তর্জাতিক যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই সুযোগ পেয়েছে ভাস্কর ও দিপান্বিতা। ভারত, পাকিস্তান শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া সহ মোট ১৪ টি দেশ অংশগ্রহণ করছে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে ভাস্কর এবং দীপান্বিতা।
advertisement
আরও পড়ুন: মৃত প্রিয়জনকে বাড়ি ফেরান ‘ওঁরা’! সারাজীবন থাকবে পাশেই! জানুন, কোথায় গেলে মিলবে এমন সুযোগ
হাওড়া জেলার পাঁচলা ব্লকের সন্ধিপুর এবং জয়নগর গ্রাম থেকেই দিন কয়েক পর মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় প্রতিযোগিরা। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে। দীপান্বিতা ও ভাস্কর আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পাওয়ায় খুশি তাঁদের পরিবার থেকে গ্রামের মানুষ। সুযোগ পেয়েও প্রতিযোগিতার মঞ্চ যোগদান করতে বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের অর্থনৈতিক সমস্যা। শ্রমিক পরিবারের ছেলেমেয়ের মধ্যে রয়েছে অসামান্য প্রতিভা। তাই এগিয়ে এসছেন আত্মীয় পরিজন থেকে গ্রামের মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার এটাই প্রথম যোগায় আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ হতে চলেছে। এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে সুযোগ এলেও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি কোনও প্রতিযোগী। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় ভাস্কর এবং দীপান্বিতার অংশগ্রহণে আশার আলো দেখছেন স্থানীয় মানুষ। এবার শুধু সময়ের অপেক্ষা দিন গুনছে মানুষ।
এ প্রসঙ্গে শিক্ষিকা টুসী ধারা জানান, “দীপান্বিতা এবং ভাস্কর দুজনেই যোগার প্রতি দারুণ আগ্রহী। দরিদ্র পরিবারের ছেলেমেয়ে, একটু ভাল খাবার যোগান পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। যোগা অনুশীলন করার মত বাড়িতে জায়গা নেই। সেই পরিবারের ছেলেমেয়েরা পাড়া-প্রতিবেশী আত্মীয় এবং গ্রামের মানুষের সহযোগিতায় আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে। এটা আমাদের ভীষণ আনন্দের।”