মৃত প্রিয়জনকে বাড়ি ফেরান 'ওঁরা'! সারাজীবন থাকবে পাশেই! জানুন, কোথায় গেলে মিলবে এমন সুযোগ

Last Updated:

নিজের প্রিয়জনকে হারিয়ে মন খারাপ? এবার থেকে প্রিয় মানুষ হারিয়ে গিয়েও সারা জীবন থাকবে আপনার সঙ্গে, মুছবে দুঃখ, কমবে প্রিয়জনকে হারানোর কষ্ট। হুবহু আপনার প্রিয়জনের মত দেখতে মূর্তি থাকবে আপনার কাছেই। 

+
হুবহু

হুবহু হারানো মানুষের মত মার্বেলের মূর্তি। ছবি সৌজন্যেঃ এআই

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: নিজের প্রিয়জনকে হারিয়ে মন খারাপ? এবার থেকে প্রিয় মানুষ হারিয়ে গিয়েও সারা জীবন থাকবে আপনার সঙ্গে। মুছবে দুঃখ, কমবে প্রিয়জনকে হারানোর কষ্ট। হুবহু আপনার প্রিয়জনের মত দেখতে মূর্তি থাকবে আপনার কাছে। অবিকল সেই মূর্তি আপনি ছুঁয়ে অনেকটা প্রশান্তি পাবেন। চলুন তাহলে আজকের প্রতিবেদনে সেই ঠিকানার খোঁজ দিই আপনাদের।
জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে! এই কবিতা আমরা সকলেই পড়েছি। তবে মানুষ তার কৃতিত্বে কর্মকাণ্ডে সামাজিকতায় মহান ও অমর হয় ঠিকই কিন্তু একদিন এই জগত ছেড়ে বিদায় নিতে হয় পঞ্চভূতে বিলীন হয় তখন সেই মানুষটা। তবে প্রিয়জনের কাছে তার দেহ স্মৃতিতে থেকে যায়। এতদিন বড়জোর তার এক আধটা ছবি নিজেদের কাছে রেখে আমরা শান্তি খুঁজে নিতাম তবে এখন এক অভিনব উপায় এসেছে।
advertisement
advertisement
শুনুন তাহলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে দাসপুর থানার অন্তর্গত সোনামুই এলাকায় রয়েছে গনেশ আর্ট গ্যালারি। আর এইখানেই মার্বেল খোদাই করে চলছে মূর্তি তৈরি সেখানে মনীষীদের মূর্তি তো পাবেনই, আপনি চাইলে আপনার প্রিয় মানুষদের মূর্তিও হুবুহু বানিয়ে দেবে তারা। সুদক্ষ কারিগর দ্বারা মার্বেল খোদাই করে তৈরি হচ্ছে অবিকল মূর্তি। এই গণেশ আর্ট গ্যালারিতে বহু দূর দূরান্ত থেকে অর্ডার আসে। বহু মনীষী থেকে শুরু করে প্রিয় মানুষদের মূর্তি পৌঁছে গেছে দূরান্তের গন্তব্যস্থলে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে এই দোকান দেখলেই চোখ জুড়িয়ে যাবে সকলের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনরাত এক করে চলছে মার্বেল খোদাই এর কাজ, মার্বেল খোদাই করে তৈরি হচ্ছে হুবুহু মূর্তি। প্রিয় মানুষদের হারানোর যন্ত্রণা যে বা যাঁরা হারান তারাই বোঝেন। ভুলতে পারে না কেউই। তাই সর্বক্ষণের জন্য প্রিয় মানুষটাকে বাড়িতে রাখতে এই মূর্তির চাহিদা বাড়ছে উত্তরোত্তর। ছোট কিংবা বড় সব ধরনের মূর্তি তৈরি হয় এখানে। দিন দিন তাই এই শৈল্পিকতার চাহিদাও বাড়ছে। বাড়ছে কর্মসংস্থান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মৃত প্রিয়জনকে বাড়ি ফেরান 'ওঁরা'! সারাজীবন থাকবে পাশেই! জানুন, কোথায় গেলে মিলবে এমন সুযোগ
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement