সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয়েছে মহা সমারোহে। রাজ্যের প্রতিটি জেলা থেকে মূলত গ্রামের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে নাচ, গান, আবৃত্তি, ব্রতচারী, ব্যায়াম, পিটি, প্যারেড, শরীর শিক্ষা নানা শারীরিক এবং মানসিক বিকাশের জন্য। শুধু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয় প্রতিবেশী বাংলাদেশ এবং নেপাল থেকেও ছেলেমেয়েরা এসেছে অংশগ্রহণ করতে। এই শিক্ষা শিবিরের শেষে কৃতিদের সার্টিফিকেট মেডেল প্রদান করে সংগঠন।
advertisement
আরও পড়ুনঃ রোনাল্ডোকে রাজকীয়ভাবে স্বাগত জানাল আল নাসের, রইল ১০টি সেরা ছবি
অন্যদিকে তাদের পারদর্শিতার বিচারে, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার অংশগ্রহণের সহায়তা করবে তারা। বিরাট খরচের ব্যবহার সংগঠন জোগাড় করে থাকে স্থানীয় শুভাকাঙ্ক্ষী মানুষজন, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এ ধরনের নানান প্রতিষ্ঠানের কাছে সাহায্যের মাধ্যমে। তবে সরকারি অনুদান বলতে কিছু পেলে, অনুষ্ঠানের আরও শ্রী বৃদ্ধি হয় এমনটাই জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
Mainak Debnath