হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে এদিন এই কর্মশালা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ক্রিস্টা আইজ্যাক, কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানিশা মোহন, কলকাতার গবেষক চন্দ্রানী দত্ত। এছাড়া হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিক্ষকের অভাবে ইউটিউব চালিয়ে পড়াশোনা হচ্ছে! হাইস্কুলের দুর্দশায় চোখ কপালে উঠবে
advertisement
এদিন সেমিনারে উপস্থিত মহিলাদের সঙ্গে আলোচকরা সরাসরি কথা বলেন। তাঁদের জীবন যাপন সম্পর্কে জানেন। ভবিষ্যতে এই পেশা চালিয়ে যেতে চান কিনা ও তাঁদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কী ভাবছেন সেই বিষয়ে খোঁজ নেন।
উল্লেখ্য সুন্দরবনের মত লবণাক্ত এক ফসলি জমিতে কীভাবে সহজে কৃষিকাজ করা যায়, এলাকার মানুষের জীবনযাত্রার মান কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে দিশা দেখান তাঁরা। পাশাপাশি একজন চিংড়ি পোনা ধরে যে পরিমানে টাকা পান ও একজন চিংড়ি ব্যবসায়ী যে পরিমাণে লাভ করেন তার মধ্যে বিস্তর ফারাক থাকে। সেই সমস্যা সমাধান করে কীভাবে চিংড়ি মিন ধরা মহিলারা সরাসরি উপকৃত হন সে বিষয়ে পরামর্শ দেন।