সেমিনারের আলোচ্য বিষয় ছিল সময়ের আলোকে আধুনিকতার অনুসন্ধান (লোকেটিং মর্ডানিটিঃ ডিসপেয়িং টাইম ইন দি রিজিয়ন)। আলোচ্য সেমিনারে সময়ের লেন্স দিয়ে ভারতের আঞ্চলিক সংস্কৃতি ও ইতিহাস অনুসন্ধান করা হয়। অর্থাৎ সময়ের আলোকে ‘অংশ’ থেকে ‘সমগ্র’তে পৌঁছনোর প্রয়াস নেওয়া হয়।
advertisement
এই সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক রঞ্জন চক্রবর্তী (প্রাক্তন উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক অমিত দে (কলকাতা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক মহঃ পারভেজ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), অধ্যাপক অলোক ঘোষ (কল্যানী বিশ্ববিদ্যালয়), অধ্যাপক কৌস্তুভ মণি সেনগুপ্ত (শিব নাদার বিশ্ববিদ্যালয়), অধ্যাপক অনুরাধা কয়াল (রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়), অস্মিতা সরকার (গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়) প্রমুখ এবং আন্তর্জাতিক স্তরের ঐতিহাসিক ও গবেষকরাও উপস্থিত ছিলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সেমিনারের মাধ্যমে যেন পৌঁছে যাওয়া হল অতীতে, সেই সময়কার লেন্সে পর্যবেক্ষণ করা হল ইতিহাস। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে একটি নতুন বিশ্ববিদ্যালয় হলেও আন্তর্জাতিক স্তরের একটি সেমিনার আয়োজন করে ছাত্রছাত্রীদের নতুন দিগন্তের সন্ধান দিল ইতিহাস বিভাগ।






