TRENDING:

Bankura University: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিশাল আয়োজন! ছাত্রছাত্রীদের সামনে খুলে গেল নয়া দিগন্ত, নতুন বিশ্ববিদ্যালয় হয়েও টেক্কা দিচ্ছে সকলকে

Last Updated:

Bankura University: এই সেমিনারের মাধ্যমে যেন পৌঁছে যাওয়া হল অতীতে, সেই সময়কার লেন্সে পর্যবেক্ষণ করা হল ইতিহাস। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে একটি নতুন বিশ্ববিদ্যালয় হলেও আন্তর্জাতিক স্তরের একটি সেমিনার আয়োজন করে ছাত্রছাত্রীদের নতুন দিগন্তের সন্ধান দিল ইতিহাস বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক স্তরের সেমিনার। আলোকপাত করছে ইতিহাসের উপর। সেমিনার উপলক্ষে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রূপকুমার বর্মন মহাশয়ের গ্রন্থ, ‘কিংডম ফরমেশন ইন প্রি-কলোনিয়াল ইন্ডিয়াঃ এ হিস্টোরিক্যাল স্টাডি অন দি ফরমেশন অফ দি কোচ কিংডম, সি. ১৫৪০-১৭৭৩’ প্রাইমাস, নিউ দিল্লি প্রকাশিত হয়। প্রফেসর বর্মন এই গ্রন্থে ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে তিস্তা ও ব্রহ্মপুত্র অঞ্চলে বিকল্প রাজতন্ত্র গড়ে ওঠার ঐতিহাসিক, রাজনৈতিক ও সাংকৃতিক বিবর্তনের আখ্যান নির্মাণ করেছেন, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।
সেমিনারে প্রকাশিত হওয়া বই
সেমিনারে প্রকাশিত হওয়া বই
advertisement

সেমিনারের আলোচ্য বিষয় ছিল সময়ের আলোকে আধুনিকতার অনুসন্ধান (লোকেটিং মর্ডানিটিঃ ডিসপেয়িং টাইম ইন দি রিজিয়ন)। আলোচ্য সেমিনারে সময়ের লেন্স দিয়ে ভারতের আঞ্চলিক সংস্কৃতি ও ইতিহাস অনুসন্ধান করা হয়। অর্থাৎ সময়ের আলোকে ‘অংশ’ থেকে ‘সমগ্র’তে পৌঁছনোর প্রয়াস নেওয়া হয়।

আরও পড়ুনঃ সাঁতরাগাছি ঝিলের চেনা ছবি উধাও! এই বছর নাও দেখা যেতে পারে পরিযায়ী পাখি, পক্ষীপ্রেমীদের জন্য খারাপ খবর

advertisement

এই সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক রঞ্জন চক্রবর্তী (প্রাক্তন উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক অমিত দে (কলকাতা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক মহঃ পারভেজ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), অধ্যাপক অলোক ঘোষ (কল্যানী বিশ্ববিদ্যালয়), অধ্যাপক কৌস্তুভ মণি সেনগুপ্ত (শিব নাদার বিশ্ববিদ্যালয়), অধ্যাপক অনুরাধা কয়াল (রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়), অস্মিতা সরকার (গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়) প্রমুখ এবং আন্তর্জাতিক স্তরের ঐতিহাসিক ও গবেষকরাও উপস্থিত ছিলেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

এই সেমিনারের মাধ্যমে যেন পৌঁছে যাওয়া হল অতীতে, সেই সময়কার লেন্সে পর্যবেক্ষণ করা হল ইতিহাস। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে একটি নতুন বিশ্ববিদ্যালয় হলেও আন্তর্জাতিক স্তরের একটি সেমিনার আয়োজন করে ছাত্রছাত্রীদের নতুন দিগন্তের সন্ধান দিল ইতিহাস বিভাগ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura University: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিশাল আয়োজন! ছাত্রছাত্রীদের সামনে খুলে গেল নয়া দিগন্ত, নতুন বিশ্ববিদ্যালয় হয়েও টেক্কা দিচ্ছে সকলকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল